মোঃ শাহিন আলম পটুয়াখালী জেলা প্রতিনিধি
পটুয়াখালী দশমিনা উপজেলার বহরমপুর ও বেতাগি সানকিপুর ইউনিয়নের মধ্য সীমানার খালে অবৈধ বালু উত্তোলনের সময় ফিরোজ আলম (৫০) নামের এক ব্যক্তিকে দণ্ড ও জরিমানার করা হয়েছে। আজ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিযান পরিচালনা করে।
স্থানীয় সূত্রে জান যায়, উপজেলার বহরমপুর ও বেতাগী সানকিপুর মধ্যবর্তী সীমানার খাল থেকে ফিরোজ নামের এক ব্যক্তি ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে আসছিল বেশ কিছুদিন ধরে।গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল কাইয়ূম অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলনের কারণে মাটি ব্যবস্থাপনা আইন ২০২১ অনুযায়ী মোবাইল কোর্ট এর মাধ্যমে মো. ফিরোজ আলমকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১ (এক) বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। বিধি মোতাবেক নিষ্পত্তি করার জন্য বহরমপুর ইউনিয়ন চেয়ারম্যানের জিম্মায় তাঁকে রাখা হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, দশমিনা,
আরো বলেন স্বাস্থ্যবিধি প্রতিপালন এবং সরকার ঘোষিত বাস্তবায়নে উপজেলায় আগামীতেও মোবাইল কোর্ট চলমান থাকবে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply