মাহমুদুল হাসান, যশোর
যশোরে থানা পুলিশের অভিযানে দীর্ঘ বছর ধরে আতœগোপনে থাকা মানিলন্ডারিং মামলার পলাতক আসামী শাহিন আকরাম (৫০) গ্রেফতার হয়েছে। সে কেশবপুর উপজেলার বাকাবর্শি গ্রামের মৃত সফরের ছেলে। শনিবার (৩১জুলাই) যশোর কতোয়ালী থানাধীন কুইন্স হসপিটালের সামনে হতে তাকে গ্রেফতার করেন কেশবপুর থানা পুলিশ। কেশবপুর থানা সুত্রে জানা যায়, কেশবপুর থানার জি আর ৬৭৯/১০ ও ঢাকার একটি থানার মামলা ( জি আর ৮১১/১০) মোট ২টি মানিলন্ডারিং মামলায় গ্রেফতারী পরোয়াণা ভূক্ত আসামী আকরম। সে দির্ঘ বছর ধরে ভারতে পালিয়ে ছিলো। অবশেষে করোনাকালীন সময়ে যশোরে এসে শহরেই আতœগোপনে থেকে যায়। গোপন সংবাদের ভিত্তিতে কেশবপুর থানার এস আই তাপস ও এ এস আই সমরেশ সাহা যশোর এলাকায় অভিযান পরিচালনা করে কুইন্স হসপিটালের সামনে হতে তাকে গ্রেফতার করেন। কেশবপুর থানার এস আই তাপস কুমার মানিলন্ডারিং মামলার পলাতক আসামী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারী পরোয়ানা তামিল মূলে আসামী শাহিন আকরাম কে কোর্ট হাজতে সোপার্দ করা হয়েছে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply