মাহমুদুল হাসান,যশোর: যশোরের চৌগাছা সীমান্ত থেকে অবৈধ্যভাবে ভারত যাওয়ার সময় ৭ নারী-পুরুষকে আটক করেছে চৌগাছা থানার পুলিশ।
সোমবার (৯আগষ্ট) রাতে চৌগাছা উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের বড় আন্দুলিয়া গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে পুলিশ। আটককৃতরা হলো বাগেরহাটজেলার চিতলমারি উপজেলার চরডাকাতিয়া গ্রামের গোবিন্দবালা (৪০) তার স্ত্রী পদ্মবালা(৩৫), মেয়ে প্রিংকাবালা(১৯), ময়মনসিংহের ফুলপুর উপজেলার তালদিঘি গ্রামের মৃত জলিলের ছেলে আব্দুল করিম(৩৫), নড়াইল সদর উপজেলার চন্ডিপুর গ্রামের শফিক শেখের কন্যা রাবেয়া খাতুন(২০), বেন্দাচর গ্রামের আলী মিযার মেয়ে রুনা (২০) ও কালিয়া উপজেলার খোরালিয়া গ্রামের বাবুল সরদারের মেয়ে রিমা বেগম(২০)। চৌগাছা থানা সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই এনামুল সঙ্গীয় অফিসার ও পুলিশ ফোর্স সহায়তায় বড় আন্দুলিয়া গ্রামের ইউনুস আলী ও সাদ্দাম হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে ভারতে প্রবেশ অপেক্ষায় থাকা ৭ নারী পুরুষকে আটক করে।প্রাথমিক জিঙ্গাসাবাদে তারা ভারতে যাওয়ার উদ্দেশ্যে ঐ বাড়িতে অবস্থানের কথা স্বীকার করেন।
একটি সঙ্গবদ্ধ দালালচক্র জনপ্রতি ৮ হতে ১০ হাজার টাকা চুক্তিতে চৌগাছা সীমান্তে এনে রেখেছে বলে আরো জানা যায়।তবে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পাচারচক্রের সদস্যরা সটকে পড়ায় পুলিশ তাদের কে আটক করতে ব্যার্থ হয়। চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম সবুজ আটকের সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের যশোর আদালতে পাঠানো হয়েছে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply