মাহমুদুল হাসান,যশোর প্রতিনিধি : যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সদস্যদের পৃথক পৃথক অভিযানে ৮২ বোতল ফেন্সিডিল এবং ইসকাফ কোডইন ও ৩ কেজি গাঁজা সহ ৫ নারী-পুরুষ মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো সাতক্ষীরা জেলার কলোরোয়া থানাধীন কাঁধপুর গ্রামের আব্দুর রশীদের ছেলে মোঃ আবু সাঈদ (২৮), একি গ্রামের মোঃ মিজানুর রহমানের ছেলে মোঃ রবিউল ইসলাম রবি (২৪), সুরত আলী সর্দ্দারের ছেলে মেহেদী হাসান (২৭), মনিরুল ইসলামের ছেলে মোঃ কামরুল ইসলাম সম্রাট (২৪) ও যশোর জেলার বেনাপোল পোর্টথানাধীন ভবেরবেড় গ্রামের মহিদুল ইসলামের স্ত্রী মোছাঃ তানজিলা বেগম (২৫)।
মঙ্গলবার (১০আগস্ট) দিনভর যশোরের শার্শা উপজেলায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য উদ্ধার সহ ঐ ৫বিক্রেতাকে আটক করেন ডিবি পুলিশের সদস্যরা। জেলা গোয়েন্দা শাখার প্রেস ব্রিফিং সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এস আই আরিফুল ইসলাম সঙ্গীয় অফিসার, ফোর্স সহায়তায় বিকালে শার্শার চালিতাবাড়িয়া গ্রামে অভিযান পরিচালনা করে ৪ জন মাদককারবারীকে গ্রেফতার করেন। এ সময় তাদের কাছে থাকা নতুন জাতের মাদক যা ফেন্সিডিলের বিকল্প ৪২ বোতল ঊঝকটঋ ঈঙউঊওঘঊ উদ্ধার হয়। এস আই ইদ্রিসুর রহমানের নেতৃত্বে ডিবি পুলিশের চৌকস দলের অপর এক অভিযানে সন্ধ্যায় ভবেরবেড় এলাকায় অভিযান পরিচালনা করে ঐ নারী মাদক বিক্রেতাকে গ্রেফতার করেন। এ সময় তার দখলে থাকা ৪০ বোতল ফেন্সিডিল ও ৩ কেজি গাঁজা উদ্ধার হয়।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ রুপন কুমার সরকার পৃথক পৃথক অভিযানে ডিবি সদস্যদের মাদকদ্রব্য উদ্ধার সহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৩ লাখ ৯৬ হাজার টাকা।ডিবি পুলিশের হাতে গ্রেফতার হওয়া নারী একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী,তার নামে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। ধৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে থানায় সোপার্দ করা হয়েছে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply