মাহমুদুল হাসান, যশোর প্রতিনিধি
যশোর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যদের অভিযানে একটি সজ্ঞবদ্ধ মোটর সাইকেল চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার সহ ৪টি মোটর সাইকেল ও চেসিস এবং ইঞ্জিন নাম্বার পরিবর্তনের সরঞ্জাম জব্দকরা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো যশোর জেলার শার্শাথানাধীন কাজীরবেড় গ্রামের নজরুল ইসলামের ছেলে মোঃ আল আমিন(২৭), একি গ্রামের আমির হোসেনের ছেলে মোঃ তৌহিদুল ইসলাম(২৮) ও ঝিকরগাছা থানাধীন করিম আলী গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে মোঃ নাজিম উদ্দিন (৩৩)।
বুধবার (১১আগষ্ট) সন্ধ্যায় ডিবি সদস্যদের একটি চৌকস আভিযানিক দল নাভারন সাতক্ষীরা মোড় এলাকায় অভিযান চালিয়ে ঐ মোটর সাইকেল চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করে। জেলা গোয়েন্দা পুলিশের প্রেস ব্রিফিং হতে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে এস আই শামীম হোসেনের নেতৃত্বে সঙ্গীয় অফিসার,ফোর্স সহায়তায় শার্শাথানাধীন সাতক্ষীরা মোড় এলাকায় অভিযান চালিয়ে মটরসাইকেলের নাম্বার পরিবর্তনে পান্সিং মাস্টার খ্যাত আলামিন ও তার সহযোগী নাজিমকে গ্রেফতার করেন। এ সময় তাদের দখলে থাকা ৩টি মটর সাইকেল ও নাম পরিবর্তনের জন্য ব্যবহৃত পান্সিং সরঞ্জাম জব্দ করেন।পরে তাদের দেওয়া স্বীকারোক্তি মতে গভীর রাতে বেনাপোল পোর্টথানাধীন বেনাপোল ফিলিং স্টেসনের সামনে হতে অপর সদস্য তোহিদুল ইসলাম কে একটি সন্দেহজনক চোরাই মটরসাইকেল সহ গ্রেফতার করে ডিবি পুলিশের আভিযানিক দল।যশোর জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ রুপন কুমার সরকার ডিবি পুলিশের অভিযানে মোটর সাইকেল চোর চক্রের ৩ সদস্য গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, ডিবি পুলিশের এস আই শামীম বাদি হয়ে ধৃতদের বিরুদ্ধে শার্শা থানায় মামলা দায়ের করেছেন। আসামীদের বিরুদ্ধে একাধিক মোটর সাইকেল চুরি মামলা তদন্ত বা বিচারাধীন রয়েছে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply