ভালুকা (ময়মনসিংহ)প্রতিনিধি-
ময়মনসিংহের ভালুকায় প্রভাবশালী কর্তৃক এক যুবককে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার তালাব বাজারে। এ ঘটনায় আহতের চাচা হিরন মিয়া বাদি হয়ে ভালুকা মডেল থানায় শরিফ মিয়া, মাসুদ মিয়া, ফরিদ মিয়া, জহিরুল ইসিলাম, হুরেসা বেগম, ছাবিনা আক্তার, ফারুক মিয়া, মুজাহিদ মিয়াকে বিবাদী করে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চলে আসা কলহের জের ধরে মঙ্গলবার বিকালে উপজেলার তালাব গ্রামের মৃত সামছুউদ্দিনের স্ত্রী মোছা. খোর্শেদা খাতুনকে মারপিট করে। পরে ওই ঘটনার সূত্র ধরে একই দিন রাতে উপজেলার তালাব বাজারের মানিক মিয়ার চা ষ্টলে বাদি হিরন মিয়া ও তাঁর বড় ভাই মানিক মিয়া এবং ভাতিজা মুঞ্জুরুল ইসলামের উপর হামলা করে। এসময় ওই এলাকার আব্দুল মালেকের ছেলে শরিফ মিয়ার হাতে থাকা ছুরি দিয়ে মুঞ্জুরুল ইসলামের গলায় আঘাত করে। এসময় মানিক মিয়া ও হিরন মিয়াও আহত হন। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা মুঞ্জুরুল ইসলামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মাহফুজ আরা বেগম জানান, ‘আহত মুঞ্জুরুল ইসলামের আঘাতটা খুব সেনসেটিভ স্থানে হলেও এখন সে সংকটমুক্ত রয়েছেন।’ অভিযুক্ত শরিফ মিয়ার ব্যাবহৃত মোবাইলে ফোন দিয়ে বন্ধ পাওয়া যায়।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মাহমুদুল ইসলাম জানান, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। তাদের মাঝে দীর্ঘদিনের পারিবারিক বিরোধ রয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনি পদক্ষেপ নেওয়া হবে।’
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply