মাহমুদুল হাসান,যশোর জেলাপ্রতিনিধিঃ যশোরের চৌগাছা উপজেলায় সেপটিক ট্যাংক পরিষ্কার কাজেগিয়ে শ্রমিক বাবা ও তার ছেলের করুন মৃত্যু ঘটেছে। সোমবার (১৬ আগস্ট) উপজেলাটির সিংহঝুলিগ্রামের হাদিউজ্জামানের বাড়িতে এই দূর্ঘটনাঘটে। নিহতরা হলো দক্ষিণ কয়রা পাড়া গ্রামের গিরিন দাসের ছেলে মধু দাস ও তার পুতা ছেলেসাগর দাস(২৭)।
ঘটনার তথ্য সুত্রে স্থানীয়রা জানান, সোমবার ভোর সকালে হাদিউজ্জামানের বাড়ির বাথরুমের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নামেন সুইপার মধু দাস। ট্যাংকে নামার পর তার কোন সাড়া না মেলায় তার ছেলে সাগর দাসকে খবর দেওয়া হয় । সাগর ঘটনাস্থলে পৌঁছেই সেপটিক ট্যাংকে নেমে পড়েন। একি ভাবে তারও সাড়া না মেলায় এলাকায় হৈ চৈ পড়ে গেলে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে। কিছুক্ষন পর ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সেপটিক ট্যাংকে উদ্ধার কাজ চালিয়ে বাবা ও ছেলের মরাদেহ উদ্ধার করেন।
এ বিষয়ে উদ্ধার কাজে অংশ নেওয়া ফায়ারসার্ভিস কর্মীরা জানান, ট্যাংকে জমে থাকাবিষাক্ত গ্যাস ও অক্সিজেনের অভাবে বাবা-ছেলের মৃত্যু ঘটেছে। চৌগাছা থানার ভারপ্রাপ্তকর্মকর্তা সাইফুল ইসলাম সবুজ সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে বাবা ও ছেলের মৃত্যুঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ফায়ার সার্ভিস কর্মীরা তাদের মরাদেহ উদ্ধার করেছেন।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply