ইব্রাহীম বাঘাইছড়ি প্রতিনিধি:- রাঙামাটির বাঘাইছড়িতে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। দায়িত্ব গ্রহনের পর বাঘাইছড়িতে এটিই তার প্রথম সফর।
১৭ আগষ্ট মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়নে বৌদ্ধ ধর্মালম্বীদের উপাসনালয় খেদারমারা ভাবনা কেন্দ্র পরিদর্শনে আসেন নবনিযুক্ত উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, এসময় উপজেলা আওয়ামিলীগ ও খেদারমারা ইউনিয়ন আওয়ামিলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন তিনি। পরে দুরছড়ি বাজার থেকে সড়ক পথে খেদারমারা ভাবনা কেন্দ্র পরিদর্শনে যান নিখিল কুমার চাকমা, এসময় ভাবনা কেন্দ্র পরিচালনা কমিটির সদস্যগন আবারো নিখিল কুমার চাকমাকে ফুল দিয়ে অভর্থনা জানান। পরে ভাবনা কেন্দ্রের ধর্মীয় গুরু জগাসিদ্ধি ভান্তের সাথে সাক্ষাৎ করেন এবং ভান্তের দেশনা ও দিকনির্দেশনা মূলক আলোচনা সভায় যোগদান করেন। আলোচনা সভায় ধর্মীয় গুরু জগাসিদ্ধি ভান্তের অনুরোধে দুরছড়ি বাজার থেকে ভাবনা কেন্দ্র পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার সড়ক তৈরি ও দুরছড়ি বাজারের প্রবেশ পথে জরাজির্ণ সেতুটি নতুন ভাবে তৈরির প্রতিশ্রুতি প্রদান করেন চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। এছাড়াও দুরছড়ি বাজারে অবস্থিত কমিউনিটি সেন্টারে স্থানীয় নেতাকর্মী এবং ব্যাবসায়ী নেতাদের সাথে সংক্ষিপ্ত মতবিনিময় সভায় মিলিত হন এতে পৌর মেয়র জাফর আলী খান, ওসি বাঘাইছড়ি আনোয়ার হোসেন খান, প্রেস ক্লাব সভাপতি দীলিপ কুমার দাশ, উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন মামুন, পৌর আওয়ামীলীগ সভাপতি জমির হোসেন উপস্থিত ছিলেন। ওনার সফর সঙ্গী হিসেবে রাঙামাটি জেলা আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক জমির হোসেন, নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা,জেলা পরিষদ সদস্য এলিপন চাকমা, উপসহকারী প্রকৌশলী হাসান মোহাম্মদ নোমান উপস্থিত ছিলেন ।
পরে আমতলী ইউনিয়নে উন্নয়ন বোর্ডের ১ কোটি ৫০ লক্ষ টাকা ব্যায়ে তৈরি সেতু পরিদর্শন সহ বেশকিছু চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করে নৌপথে লংগুদো উপজেলার উদ্দেশ্য রওনা করেন সেখানে ২০ কোটি ৬৪ লক্ষ টাকা ব্যায়ে তৈরি ৩৪৪ মিটার দীর্ঘ সেতু পরিদর্শনের কথা রয়েছে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply