মাহমুদুল হাসান,যশোর জেলা প্রতিনিধিঃ বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে কর্মবিমুখ হয়ে পড়া ও দুস্থ ১৫০টি পরিবারের মাঝে নগদ টাকার অনুদান দিয়েছেন যশোর জেলা প্রশাসন। বুধবার (১৮ আগস্ট) জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুদানের টাকা উপকারভোগীদের হাতে তুলে দেন যশোরের জেলা প্রশাসক মোঃ তমিজুল ইসলাম খান। এ সময় উপস্থিত ছিলেন যশোরের অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট কাজী সায়েমুজ্জামান সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
জেলার ১শত রিকশা ও ইজিবাইক চালক এবং ৫০ জন জুতার কারিগরের মাঝে জেলা প্রশাসনের এ অনুদান বিতরণ হয়েছে বলে জেলা প্রশাসন সুত্রে জানা যায়। অতিরিক্তজেলা মেজিস্ট্রেট কাজী সায়েমুজ্জামান গনমাধ্যমকর্মীদের জানান, করোনায় সরাসরি ক্ষতিগ্রস্থদের মাঝে বিতরণের জন্য সি এনআর কর্মসূচীর আওতায় সোনালী ব্যাংক ৬ লাখ টাকা ও এনসিসি ব্যাংক ৫ লাখ টাকা যশোর জেলা প্রশাসনের নিকট হস্তান্তর করেছিলো। সেই অর্থ থেকে ধারাবাহিক ভাবে করোনায় ক্ষতিগ্রস্থ প্রত্যেক ব্যাক্তিকে নগদ ২ হাজার টাকা করে প্রদান করা হয়েছে। এছাড়াও করোনায় মৃত ব্যাক্তির পরিবারের সদস্যকে যশোর জেলা প্রশাসনের পক্ষ হতে অতিরিক্ত ২ হাজার টাকা যুক্ত করে মোট ৪ হাজার টাকা প্রদান করা হয়েছে বলে আরো জানান তিনি।
অনুদান বিতরণ কালীন সময়ে এক সংক্ষিপ্ত বক্তব্যে যশোরের সুযোগ্য জেলা প্রশাসক মোঃ তমিজুল ইসলাম খান বলেন,যশোরে করোনায় ক্ষতিগ্রস্থ পরিবারগুলো কেমন আছে জানতে জেলা প্রশাসনের পক্ষ হতে এ উদ্দ্যেগ নেওয়া হয়েছে। আমরা সবসময়ই তাদের পাশে রয়েছি। অনেকের মধ্যেই যাদের প্রকৃত প্রাপ্য তাদেরকেই নগদ অর্থ অনুদান দেওয়া হলো।আমাদের সহায়তার হাত সবসময়ই প্রসারিত থাকবে। করোনায় ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা জেলা প্রশাসনের অনুদান নগদ টাকা পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন। অনেকেই মুখ ফুটে বলেন এমন অনুদান পাওয়ার কথা কখনো চিন্তাও করিনি। অধিকাংশ অনুদান গ্রহিতার মুখে উচ্ছাসের ছাপ ফুটে ওঠে।জেলার বিশিষ্টজনেরা জেলা প্রশাসনের এ উদ্দ্যেগ কে সাধুবাদ জানিয়েছেন।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply