ইব্রাহীম বাঘাইছড়ি প্রতিনিধি:-
বিভীষিকাময় সেই ২১ আগস্ট আজ। নৃশংস হত্যাযজ্ঞের ভয়াল দিন। ১৭ বছর আগে ২০০৪ সালের এই দিনে (২১ আগস্ট) মুহুর্মুহু গ্রেনেডের বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউ। মানুষের আর্তনাদ আর কাতর ছোটাছুটিতে সেখানে তৈরি হয় এক বিভীষিকাময় পরিস্থিতি। সেই ধারাবাহিকতায় বাংলাদেশ আওয়ামীলীগ বাঘাইছড়ি উপজেলা শাখার পক্ষ থেকে রক্তাক্ত ২১ শে আগষ্ট গ্রেনেড হামলায় নিহত বেগম আইভি রহমান সহ সকল শহীদের স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আজ শনিবার (২১ আগস্ট ২০২১) বিকাল ৪:০০টায় বাঘাইছড়ি আওআয়মীলীগ অফিসে, উপজেলা আওয়ামিলীগের সভাপতি দীলিপ কুমারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃআলী হেসেন,সহ-সভাপতি আওয়ামীলীগ বাঘাইছড়ি থানা।সঞ্চালনায় রয়েছেন জনাব রতন দাশ। ২১ শে আগস্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে সকল বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।বঙ্গবন্ধুর বাংলায় সন্ত্রাস ও জঙ্গিবাদের ঠাই নাই | প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস-২১ উপলক্ষে আলোচনা সভায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে শাস্তি প্রদান করার দাবি তোলা হয়।২১ আগস্টের কলঙ্কময় দিনে যারা নিজের জীবন দিয়ে জননেত্রী শেখ হাসিনার জীবন বাঁচিয়েছিলেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করা হয়।
উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগ বাঘাইছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক গেয়াস উদ্দিন আল-মামুন, জনাব হাফেজ আহাম্মদ যুগ্ম সাধারণ সম্পাদক, বাঘাইছড়ি উপজেলা, জনাব মোঃজমির হোসেন সভাপতি, বাঘাইছড়ি পৌর শাখা আরও উপস্থিত ছিলেন যুবলীগ এর সভাপতি জনাব সাহরিয়ার হোসেন সহ আওয়ামিলীগ, যুব লীগ, সেচ্ছা সেবক লীগ, ছাত্র লীগ, শ্রমিক লীগ সহ আওয়ামী সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply