এম সোহাইল চৌধুরী কক্সবাজার জেলা প্রতিনিধি
কক্সবাজার ৩৪ বিজিবি’র অধীনস্থ নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম বিওপি’র সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ৩ লক্ষ,২০ হাজার পিস ইয়াবা টেবলেট নিয়ে একটি সিএনজি জব্দসহ এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি।
বিজিবির এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায় শনিবার (২৮ আগস্ট) কক্সবাজার বিজিবি’র অধীনস্থ ঘুমধুম বিওপি’র সদস্যগণ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় ইয়াবা ব্যবসায়ী বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে মায়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করতে পারে। এমন সংবাদের ভিত্তিতে ঘুমধুম বিওপি’র একটি চৌকস আভিযানিক টহলদল ভোর ৫ টায় উখিয়া উপজেলার পালংখালী ইউপি’র কাস্টম মোড় নামক স্থানের নয়াপাড়া হতে কুতুপালংগামী একটি সিএনজি তল্লাশীর জন্য থামানো হয়।
এসময় সিএনজির ভিতরে থাকা বস্তা তল্লাশী করে এসব ইয়াবাসহ চালক মোঃ সায়েদ আলম (৪৫) কে আটক করতে সক্ষম হন। সে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম হেডম্যান পাড়ার মৃত ওয়ারেদ আলী ছেলে।
জব্দ কৃত ইয়াবার আনুমানিক মূল্য ৯ কোটি ৬০ লক্ষ টাকা।এ বিষয়ে ৩৪ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল আলী হায়দার আজাদ আহমেদ বলেন, বিজিবি’র এ ধরনের অভিযান চলমান আছে। আটক ইয়াবাসহ সিএনজি গাড়িটি উখিয়া থানায় হস্তান্তর করে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply