মাহমুদুল হাসান,যশোর জেলা প্রতিনিধিঃ যশোরে নাইমুল হাসান তাসফিয়ান (৪) নামের একটি শিশুকে চুরি করে নিয়ে যাওয়ার সময় আমেনা খাতুন নামের এক মহিলাকে আটক করেছেন এলাকাবাসী। পরে স্থানীয়দের খবরে কতোয়ালী থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে শিশু সহ ঐ মহিলাকে উদ্ধার করে থানা হেফাযতে নেন।
আটক হওয়া নারী খুলনার ডুমরিয়া উপজেলার সাহাপুর গ্রামের বিল্লাল হোসেনের স্ত্রী ও তিনি যশোরের বারান্দিপাড়ায় বাসা ভাড়া থাকেন বলে জানা যায়। উদ্ধার হওয়া শিশু সদর উপজেলার শেখহাটি তমালতলা এলাকার আকিদ হোসেন শিমুলের ছেলে। চুরি যাওয়ার দীর্ঘ ৪ ঘন্টা পর শনিবার (২৯ আগস্ট) রাত ৮.৩০ মিনিটে শিশুটি উদ্ধার হয়েছে।
ঘটনার তথ্য সুত্রে জানা যায়,শনিবার বিকালে শেখহাটি শফিয়ার রহমান মডেল একাডেমীর সামনে শিশুটি খেলা করছিলো। এ সময় আচমকায় শিশুটি নিঁখোজ হয়। পরিবারের সদস্যরা তার খোঁজ না পেয়ে কোতয়ালী থানায় একটি সাধারন ডায়েরী করেন। রাত ৮.৩০মিনিটে আমেনা বেগম ওরফে মুক্তা শিশুটিকে নিয়ে বারান্দিপাড়া হয়ে বকচর এলাকায় যায়। সন্দেহতীত ভাবে স্থানীয়রা আমেনার আচরন দেখে তাকে নানা রকম জিজ্ঞাসা করতে থাকে। এ সময় তার কথাবার্তা অসংলগ্ন মনে হলে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ আমেনা নামের ঐ মহিলা পূর্বক শিশুটি উদ্ধার করেন। পরিবারের সদস্যরা জানাই,আটকের পর জিজ্ঞাসাবাদে জানতে পারে শিশুটিকে খেলার সময় আমেনা চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে বারান্দিপাড়ায় নিয়ে চলে আসেন।
যশোর কোতয়ালী থানার ইন্সেপেক্টর (তদন্ত) শেখ তাসমিম আলম শিশুটি চুরি যাওয়া ও পরিবারের পক্ষে জিডি করার সত্যতা নিশ্চিত করে জানান এলাকাবাসীর সহায়তায় শিশুটিকে উদ্ধার সহ আমেনা নামের মহিলাকে আটক করা হয়েছে। তিনি মানসিক ভারসাম্যহীন কিনা পুলিশ তা খতিয়ে দেখছে। কোতয়ালী থানা পুলিশ ঘটনাটিকে অত্যন্ত গুরুত্ব সহকারে পর্যবেক্ষন করছেন। সংবাদলেখা কালীন সময়ে শিশুটি পরিবারের কাছে ফিরেছে এবং আটক আমেনা পুলিশি হেফাযতে রয়েছে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply