এম. সোহাইল চৌধুরী, জেলা প্রতিনিধি কক্সবাজার : শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি ও চট্টগ্রাম বোর্ডের সিদ্ধান্তে ঈদগাহ কলেজের নতুন নামকরণ করা হয়েছে।
কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলাধীন “ঈদগাহ ফরিদ আহমদ কলেজ” এর নাম পরিবর্তন করে “ঈদগাহ রশিদ আহমদ কলেজ” নামে নামকরণ করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের সম্মতি ক্রমে এবং প্রযোজ্য অন্য শর্তাবলী প্রতিপালন করায় এরূপ নামকরণ করা হয়েছে বলে জানান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম এর কলেজ পরিদর্শক।
নতুন নামকরণ সংক্রান্ত বিষয়ে গত ২৫ আগস্ট তিনি কলেজ অধ্যক্ষ বরাবর একটি পত্র ইস্যু করেন। যার স্মারক নম্বর-চশিবো / ক-শা / ঈফআক /৭৬ /৯৬ (অংশ-১) / ৬৩৪১ (১০)। তারিখ- ২৫/০৮/২০২১ খ্রিষ্টাব্দ।
এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি কলেজ শাখা- ৬ এর উপ-সচিব শামিমা বেগম এক পত্র মূলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম এর চেয়ারম্যান বরাবর একটি পত্র ইস্যু করেন। এতে মন্ত্রণালয়ের সম্মতিক্রমে কলেজটির নামকরণের অনুমতি প্রদান করা হয়েছে বলে উল্লেখ করা হয়। যার স্মারক নম্বর-৩৭.০০.০০০০.০৭০.৬৫.০০১.২০২০ (অংশ-১)-০৩। তারিখ ১০ /০১ / ২০২১ ইংরেজি।
এদিকে ২৮ আগস্ট তারিখে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ জসীম উদদীন কলেজের নাম পরিবর্তন বিষয়ে একটি অবহিতকরণ পত্র প্রকাশ করেন। কলেজের অধ্যায়নরত ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও সর্বসাধারণের জন্য পত্রটি ইস্যু করা হয় বলে জানান তিনি। এতে তিনি উল্লেখ করেন যে, শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক সদয় সম্মতি জ্ঞাপন এবং প্রযোজ্য সকল শর্তাবলী পালন করায় চট্টগ্রাম শিক্ষাবোর্ড কর্তৃক ইস্যুকৃত পত্রের আলোকে “ঈদগাহ ফরিদ আহমদ কলেজ” এর নাম পরিবর্তন করে “ঈদগাহ রশিদ আহমদ কলেজ” নামে নামকরণ করা হয়েছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পত্রের স্মারক নম্বর ৬৩৪১ (১০)। তারিখ- ২৫/০৮/২০২১।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply