এম সোহাইল চৌধুরী, জেলা প্রতিনিধি কক্সবাজার: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর রেজুআমতলী বিওপি কর্তৃক ৫,১০,০০,০০০/- টাকা মূল্যের ১,৭০,০০০ পিস বার্মিজ ইয়াবাসহ ০১ জন আসামী আটক
গত ৩০ আগস্ট ২০২১ তারিখ বিজিবি’র কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীনস্থ রেজুআমতলী বিওপি’র সদস্যগণ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় ইয়াবা ব্যবসায়ী বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে মায়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করতে পারে। উক্ত সংবাদের ভিত্তিতে রেজুআমতলী বিওপি’র একটি চৌকস আভিযানিক টহলদল কক্সবাজার জেলার উখিয়া উপজেলার ৪নং রাজাপালং ইউপি’র গোলডেবার পাহাড় নামক স্থানে ফাঁদ পেতে থাকে। পরবর্তীতে সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটে ০১ জন ব্যক্তিকে পায়ে হেঁটে সীমান্ত এলাকা হতে বাংলাদেশের দিকে আসতে দেখে সন্দেহভাজন হিসেবে আটক করে। অতঃপর আটককৃত ব্যক্তি মোঃ রফিক নুরুল আমিন (৩৫), পিতা-আলী হোসেন, গ্রাম-করবুনিয়া, পোষ্ট-চাকবৈঠা, থানা-উখিয়া এবং জেলা-কক্সবাজার এর পিঠে অতিকৌশলে বাঁধা অবস্থায় লুঙ্গি দিয়ে মোড়ানো ব্যাগ তল্লাশী করে ২,১০,০০,০০০/- (দুই কোটি দশ লক্ষ) টাকা মূল্যের ৭০,০০০ (সত্তর হাজার) পিস বার্মিজ ইয়াবাসহ তাকে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে আটককৃত আসামীকে ব্যাপক জিজ্ঞাসাবাদে তার দেয়া তথ্যের ভিত্তিতে অদ্য বিকাল আনুমানিক ০৪টা ৩০ মিনিটে উক্ত এলাকায় অভিযান চালিয়ে জনৈক মোঃ শাজাহান (২৭), পিতা-সৈয়দ নুর, গ্রাম-উেইলপাড়া, পোষ্ট+থানা-উখিয়া, জেলা-কক্সবাজারসহ অজ্ঞাতনামা ইয়াবা ব্যবসায়ী কর্তৃক ফেলে যাওয়া ব্যাগ তল্লাশী করে আরও ১,০০,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সর্বমোট উদ্ধারকৃত ইয়াবার পরিমান (৭০,০০০+১,০০,০০০) = ১,৭০,০০০ পিস, যার আনুমানিক সিজার মূল্য-৫,১০,০০,০০০/- (পাঁচ কোটি দশ লক্ষ) টাকা।
এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply