নিজস্ব প্রতিবাদ, যশোর বেনাপোল থেকেঃ একজন কথিত নেত্রীর সন্ধান মিলেছে বেনাপোল পৌর এলাকায়। নাম বিউটি বেগম, জন্মস্থান নড়াইল। ২০ বছর পূর্বে গৃহবধু হয়ে আসেন পৌর এলাকার বেনাপোলে। তবে সে সংসার টিকেনি দীর্ঘ সময়। এখন নায়েবের স্ত্রী হিসাবে পরিচিত, যদিও বিষয়টি নিয়ে আছে ধোঁয়াসা। দুইদিন আগে তার আশ্রয়ণ প্রকল্পে ঘর বাণিজ্যের দুর্নীতির সংবাদ প্রকাশ হওয়ার পরই সাধারণ জনগণ সেই নেত্রীর নানা দুর্নীতি সম্পর্কে মুখ খুলতে শুরু করেছে। কিছুদিন আগে করনার লকডাউনে সরকারি ত্রানের কার্ড বিতরণের দায়িত্ব পেলে তা থেকে উঠে আসে অনিয়মের তথ্য।
এবিষয়ে দূর্গাপুর গ্রামের বাসিন্দা মোঃ আনোয়ার হোসেন জানান, কিছু দিন আগে বিউটি আমাকে ২ টি কার্ডের মালামাল বিক্রি করে তাকে টাকা দেওয়ার শর্তে ৩টি চাউলের কার্ড পাইয়ে দেওয়ার প্রস্তাব দেন। কিন্তু আমি তার কথায় রাজি হয়নি।
একই গ্রামের লেবুরন জানান, আমি খুবই অসহায়, নেত্রী বিউটি আমাকে দিয়ে প্রায়ই ২/৩ টি কার্ডের মালামাল তুলিয়ে নেন। বিনিময়ে ১টি কার্ডের মালামাল আমি পায়।এ রকম বহু মহিলাকে দিয়ে এানের মাল তুলিয়ে নিজে নিতে দেখেছি।
দীঘিরপাড় গ্রামের আনোয়ারা বলেন, এই নেত্রী বিউটি ত্রাণের কার্ড নিয়ে করে অর্থ বাণিজ্য। তাকে কিছু টাকা দিলেই পাওয়া যায় এক সাথে ৫/৬টি কার্ড।
নাম প্রকাশে অনিচ্ছুক পোড়াবাড়ি গ্রামের এক মহিলা বলেন, আমাকে কয়েকটা কার্ড দিয়ে চাল তুলিয়ে নিয়ে, সব গুলো সে রেখে আমাকে একটা দেয়। এজন্য এখন আর আমি তার কোন কার্ড আর নিইনা।
এবিষয়ে বেনাপোল পৌরসভার এক কাউন্সিলর বলেন, মেয়র আমাদেরকে ত্রাণ সহ বিভিন্ন কার্ড না দিয়ে। তার নিজস্ব নেতাকর্মী দিয়ে এসকল কার্ড বিলি করেন। আমি বুঝিনা এমন দুর্নীতিগ্রস্ত মহিলা কিভাবে ৭০০/৮০০ ত্রাণের কার্ড পায়।
এবিষয়ে কথিত মহিলা নেত্রী বিউটির মোবাইলে কয়েকবার কথা বলার চেষ্টা করেও সংযোগ পাওয়া সম্ভব হয়নি।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply