আনোয়ার হোসেন যশোর থেকে।
যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনার টিকা প্রদান উৎসব মুখর পরিবেশে পরিদর্শন করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা। গতকাল ৩১/১০/২০২১ইং রোববার তিনি যশোর সদর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল পরিদর্শন আসেন।
সিভিল সার্জন ডাক্তার শেখ আবু শাহীন ও যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার আখতারুজ্জামের কাছ থেকে তিনি করোনা ভাইরাস প্রতিরোধী ভ্যাকসিন (টিকা) প্রদান উৎসবের বিস্তারিত তথ্য সংগ্রহ করেন।
এরপর তিনি কেন্দ্রগুলো পরিদর্শন করা সহ ভ্যাকসিন প্রদানকারী স্বাস্থ্যসেবী ও গ্রহীতাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এবং সময় উপস্থিত ছিলেন, ডেপুটি সিভিল সার্জন সাইনুর সামাদ,
যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সিনিয়র কনসাালটেন্ট ডাক্তার হিমাদ্রি শেখর সরকার, মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাক্তার নজরুল ইসলাম, হাসপাতালের মেডিকেল অফিসার আরিফ আহমেদ, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার রেহেনেওয়াজ রনি, প্রশাসনিক কর্মকর্তা আরিফুজ্জামান প্রমুখ।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply