ভালুকা প্রতিনিধিঃ জাতীয় রক্তদান দিবস ও মরণোত্তর চক্ষুদান দিবস উপলক্ষে ভালুকায় প্রায় ১শত শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করে দিয়েছেন আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাব অব ভালুকা। মঙ্গলবার সকালে এ্যাপোলো ইনস্টিটিউট অব কম্পিউটার কলেজে ওই কর্মসূচির পালন করা হয়েছে।
“রক্তের গ্রুপ জানব, রক্ত দান করব” স্লোগান কে সামনে রেখে শিক্ষার্থীদের বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে।
বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের এই উদ্যোগে সহযোগিতা করেন মেডিল্যাব হেলথ সার্ভিস।
রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি উদ্বোধন করেন এ্যাপোলো ইনস্টিটিউট অব কম্পিউটার কলেজের অধ্যক্ষ এ আর এম শামছুর রহমান।
বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত কলেজের প্রায় ১শত জন শিক্ষার্থী রক্ত পরীক্ষা করে গ্রুপ জেনে নিয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অব ভালুকা প্রেসিডেন্ট মোকছেদুর রহমান মামুন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাইদুর রহমান, ট্রেজারার রফিকুল ইসলাম রিটন, সার্ভিস ডাইরেক্টর ওমর ফারুক তালুকদার, ফ্লোর মেম্বার মোর্শেদ, মুক্তিযুদ্ধা সন্তান মাহমুদা সুলতানা মুন্নী প্রমুখ।
উল্লেখ্য জাতীয় রক্তদান দিবস ও মরণোত্তর চক্ষুদান দিবস উপলক্ষে অধ্যক্ষ শামছুর রহমানের সহধর্মিণী ডা. মাকছুদা বেগম এপেক্স ক্লাব অব ভালুকার ওই অনুষ্ঠানের মাধ্যমে মরণোত্তর চক্ষুদান করবেন বলে জানিয়েছেন। তিনি
সহযোগী অধ্যাপক হিসাবে কমিউনিটি মেডিসিন বিভাগ সিবিএমসি ময়মনসিংহে কর্মরত আছেন।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply