মোঃ শাহিন আলম পটুয়াখালী জেলা প্রতিনিধি, আপনার প্রিয় মানুষটির জন্য আমাদের এই ভাসমান দোকান থেকে একটি ফুল কিনবেন। ‘‘পটুয়াখালী বাসী’’ সংগঠনের স্বেচ্ছাসেবীরা দাঁড়িয়ে আছে ফুল বিক্রির জন্য এই স্লোগান নিয়ে। এ ফুল বিক্রির লভ্যাংশ দিয়ে শতবর্ষী এক বৃদ্ধের পরিবারের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।’ এভাবেই কথাগুলো বলছিলেন পটুয়াখালী শহরের সার্কিট হাউস মোড়ের ফুল বিক্রেতা মাহমুদ হাসান রায়হান।
এই বারে একই দিনে বসন্তের সূচনা আর বিশ্ব ভালোবাসা দিবস। ঋতুরাজ বসন্ত ও ভালোবাসা দিবসকে স্মরণীয় করে রাখতে ফুল বিক্রি করে ব্যতিক্রমী এই উদ্যোগ নেয় রায়হানের ‘পটুয়াখালী বাসী’ নামের স্বেচ্ছাসেবী সংগঠন।
আজকে সরেজমিনে পটুয়াখালী শহরের সার্কিট হাউস মোড় এলাকায় গিয়ে দেখা যায়, একটি ভ্যানে সাজিয়ে রাখা হয়েছে কিছু গোলাপ ও ফুলের তোড়া। পেনসিলে আঁকা কাগজে লেখা রয়েছে, ‘গোলাপ ৩০, তোড়া ১৩০ ও ক্রাউন ১৫০ টাকা। ফুল বিক্রির লাভের টাকা অসহায় মানুষদের জন্য ব্যয় করা হবে’। স্বেচ্ছাসেবী সংগঠনের এ ভিন্ন আয়োজন পটুয়াখালী শহরের প্রতিটি মানুষের নজর কেড়েছে।
জানা যায়, করোনার ভয়ে মানুষ দিশেহারা, আপন হয়ে যাচ্ছে পর, চেনা মানুষটি হয়ে যাচ্ছে অচেনা এবং প্রিয় মানুষটি হয়ে যাচ্ছে অপ্রিয়। তখন দেশের অন্যান্য দেশপ্রেমিকের মতো পটুয়াখালীর অসহায় ও কর্মহীন মানুষদের পাশে এসে দাঁড়িয়েছেন ‘পটুয়াখালী বাসী’ নামের এ সংগঠনটি। সব ভয়কে পদ দলিত করে আর্ত-মানবতার সেবায় এগিয়ে আসে তারা। তাইতো ঋতুরাজ বসন্ত ও বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে এই ব্যতিক্রমী উদ্যোগ নেয় সংগঠনটি।
সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান রায়হান বলেন, আমরা সব সময় চেষ্টা করি অসহায় মানুষের পাশে দাঁড়াতে। তাই আমরা চিন্তা করি বিশ্ব ভালোবাসা দিবসে কি করা যায়। কিছুদিন আগে আমরা জানতে পারি গরিব একটি পরিবারের শতবর্ষী অসুস্থ এক বৃদ্ধ তাঁর নাতি মো. শাহিনকে (১৮) নিয়ে কষ্টে জীবন-যাপন করছেন। তাই তাঁর নাতিকে একটি রিকশা কিনে দেওয়ার উদ্যোগ নিয়েছি। এ জন্য আমরা ফুল বিক্রি করছি।
সভাপতি আরও বলেন, আজকে ফুল কেনার সঙ্গে এই ভালো কাজটি যুক্ত থাকুক। হয়তো আপনার প্রিয় মানুষটির জন্য এটিই হবে বড় উপহার। সেই সাথে দুস্থ শাহীনের জন্য এই মহৎ উদ্যোগের হলেন আপনিও একজন গর্বিত অংশীদার।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply