মোঃ শাহিন আলম পটুয়াখালী জেলা প্রতিনিধি, পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়ক দিয়ে ছেলেকে নিয়ে পায়ে হেটে ভাইয়ের বাড়িতে যাচ্ছিলেন মা। পথিমধ্যে হঠাৎ পিকআপের ধাক্কায় মা ও ছেলে দুজনেরই মৃত্যু হয়েছে।
সোমবার (৭ মার্চ) সকাল পৌনে ৮টার দিকে পটুয়াখালী – বরগুনার আমতলী আঞ্চলিক মহাসড়কের চুনাখালী কালভার্ট নামক স্থানে ঘটে এ মর্মান্তিক দুর্ঘটনা।
নিহতরা হলেন উপজেলার কুকুয়া ইউনিয়নের পশ্চিম চুনাখালী গ্রামের আবুল কালামের স্ত্রী নূরজাহান বেগম (৪০) ও তার ছেলে মোঃ রাকিব (১৬)।
জানা গেছে, সোমবার সকালে মা নূরজাহান বেগম তার ছেলে রাকিবকে সাথে নিয়ে পায়ে হেটে একই সড়কের খানকায়ে ছালেহিয়া কমপ্লেক্স সংলগ্ন এলাকার বাসিন্দা ভাই কুদ্দুস পাহলানের বাড়িতে যাচ্ছিলেন। ওই সময় আমতলী- পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের চুনাখালী কালভার্ট নামক স্থানে পৌঁছলে একটি ট্রাক এবং পিকআপ ভ্যান একে অপরকে ওভারটেক করার সময় পিকআপ ভ্যানটি (চট্র-মেট্রো ন-১১- ৯০৬৩) মা ও ছেলেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মা ও ছেলের মৃত্যু হয়। এ সময় ওই পিকআপ ভ্যানের চালক ও হেলপার ঘটনাস্থলে গাড়িটি ফেলে রেখে পালিয়ে যায়।
সংবাদ পেয়ে আমতলী ফায়ার সার্ভিসের কর্মীরা ও পুলিশ ঘটনাস্থলে পৌছে ঘাতক পিকআপ ভ্যানটিকে আটক করে এবং মা ও ছেলের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য আমতলী থানায় নিয়ে আসে।
আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একটি ট্রাক এবং পিকআপ ভ্যান ওভারটেক করার সময় পথচারী মা ও ছেলে পিকআপ ভ্যানের চাপায় ঘটনাস্থলেই মৃত্যু হয়। এ ঘটনায় আমতলী থানায় একটি মামলা রেকর্ডের প্রক্রিয়াধীন চলছে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply