আনোয়ার হোসেন নিজস্ব প্রতিনিধিঃ অজ্ঞান পার্টির কবলে পড়ে চুকনগর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক এস এম নাজমুল ইসলাম (৫২) এর মৃত্যু হয়েছে। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।গতকাল সোমবার সন্ধ্যায় জানাজা শেষে যশোর সদরের নিউ টাউন এলাকায় পারিবারিক কবর স্থানে তাকে দাফন সম্পন্ন করা হয়েছে। সোমবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি চুকনগর ডিগ্রি কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। নীতি নৈতিকতা, কর্তব্য ও দায়িত্ব পরায়ণে তিনি ছিলেন একজন আদর্শ ও গুণী শিক্ষক।
কলেজের শিক্ষার্থী ও শিক্ষক কর্মচারী, অভিভাবকসহ সকলের কাছে ছিলেন সর্বজন নন্দিত প্রিয় ব্যক্তিত্ব নাজমুল স্যার।
তিনি যশোর শিক্ষা বোর্ডের সাবেক হিসাব রক্ষণ কর্মকর্তা মৃতঃ মিরাজুল ইসলামের ছেলে। নয় জন ভাই বোনের মধ্যে তিনি ছিলেন বড়। যশোর সদর জেলার নিউ টাউন ডি-ব্লক এলাকায় তাদের নিজ বাড়ি।
নাজমুল ইসলামের বোন তানিয়া সুলতানা জানান, বিকাল সাড়ে ৩টার দিকে খুলনা থেকে একটি ফোন আসে সোনাডাঙ্গা বাস টার্মিনালে আমার ভাই অচেতন অবস্থায় পড়ে আছেন। সে নাকি বাসে অজ্ঞান পার্টির শিকার হয়েছে।
পরবর্তীতে বাসের লোকেরা মুমূর্ষু অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় সোয়া ১০টার দিকে নাজমুল ইন্তেকাল করে।
কলেজ সূত্রে জানা গত রবিবার কলেজের কাজ শেষে দুপুর ১ টার সময় চুকনগর একটি ব্যাংকের নিজ হিসাব থেকে ৭০হাজার টাকা উত্তোলন করেন। তার পর যোহরের নামাজ আদায় করেন বেলা ২ টার সময়য়ের দিকে বাস যোগে খুলনায় যাচ্ছিলেন। পথের মধ্যে যাওয়ার সময় অজ্ঞান পার্টির কবলে পড়ে অচেতন হয়ে পড়েন তিনি। এ সময় তার কাছে থাকা ৭০ হাজার টাকা নিয়ে চম্পট দেয় অজ্ঞান পার্টির সদস্যরা। খুলনার সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় জনগণ মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার সকালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে ২ পুত্র, ২ কন্য, স্ত্রী এবং সহপাটি, ছাত্র ছাত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার অকাল মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর শোক সমবেদনা জানাতে যশোর সদরের মরহুমের নিজ বাড়িতে ছুটে যান কলেজের শিক্ষক কর্মচারী বৃন্দ। তারা হলেন- অধ্যক্ষ মনিরুল ইসলাম ব্রাউন, সহকারী অধ্যাপক তাপস বিশ্বাস, এনামুল হক, আনিচুর রহমান, জুলফিক্কার আলি, মোঃ সাঈদুর রহমান, হাফিজুর রহমান মাহমুদ, কল্যান হালদার, নিমাই মল্লিক, নিকুঞ্জ বিহারি মন্ডল, নারগিস হুসাইন,আবুল কালাম আজাদ, অশোক রায়,কবিতা বিশ্বাস, শেখ মনিরুল হক, রোকসনা খানম, জাহিদুর রহমান, অসীম ভট্টাচার্য, সেবাব্রত দাস, পরিমল পাল, অফিস সহকারী তাপস কুমার সহ কলেজ পরিবার। অপরদিকে বিবৃতি দিয়েছেন, কলেজের সাবেক ছাত্র ছাত্রী। তারা হলেন- নির্বাচন অফিসার মোঃ আব্দুর রশিদ, প্রকৌশলী মশিয়ার রহমান, এম নুরুল ইসলাম, প্রভাষক আব্দুর রাজ্জাক ফকির, শিক্ষক নাজমা খাতুন, প্রমুখ।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply