আনোয়ার হোসেন তরফদার, ভালুকা প্রতিনিধি ঃ আমার খীরু আমার জীবন, বাঁচাও তারে বন্ধ কর দূষণ এ স্লোগান কে সামনে নিয়ে ১৪ মার্চ আন্তর্জাতিক নদীকৃত্য দিবস ২০২২ উদযাপন উপলক্ষে খীরু নদী রক্ষায় মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১৪ মার্চ বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা ভালুকা আঞ্চলিক শাখার উদ্যোগে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে মানববন্ধন ও প্রেস ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাপার সিনিয়র সদস্য বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খানের সভাপতিত্বে ও বাপার সদস্য সচিব ভালুকা প্রেস ক্লাবের সভাপতি কামরুল হাসান পাঠান কামালের সঞালনায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, বাপা সদস্য, অধ্যক্ষ, এ আর এম শামসুর রহমান, বাপা সদস্য ইব্রাহীম খলীল, মাহমুদা আক্তার মুন্নি।
উপস্থিত ছিলেন আলোর ছোঁয়া পত্রিকার সম্পাদক ও প্রকাশক খলিলুর রহমান, কালের কন্ঠের প্রতিনিধি মোখলেছুর রহমান মনির, এন টি ভি প্রতিনিধি আলমগীর হোসেন, সিনিয়র সাংবাদিক আতাউর রহমান তরফদার, হাদিকুর রহমান হাদিস, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাহমুদুল হাসান ফুরাদ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন তরফদার, যুগ্নসম্পাদক মিজানুর রহমান মজনু সহ অন্যান্য নেতৃবৃন্দ ।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply