টাঙ্গাইল প্রতিনিধি, টাঙ্গাইলের বাসাইলে বাড়ি খেকে বের হবার সময় বিষধর সাপের কামড়ে আহত এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ মার্চ) উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের জিকাতলীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে
মারা যাওয়া ওই যুবক জিকাতলীপাড়া গ্রামের কানাই চক্রবর্তীর ছেলে স্বপন চক্রবর্তী (৩৫)। স্বপন ওই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যাক্তি ছিলেন। তিনি জীবদ্দশায় অটোরিক্সা চালিয়ে পরিবারের ভরণ-পোষণ করতেন। নিহতের ছোট ২ মেয়ে ও ১ ছেলে সন্তান রয়েছে।
নিহতের চাচাতো ভাই শীতল চক্রবর্তী জানান, গতকাল সন্ধ্যায় বাড়ির থেকে বের হওয়ার সময় বাড়ির রাস্তায় তাকে সাপে কামড় দেয়। পরে কবিরাজের খোঁজাখুজি করা হয়, তার আগেই বিষ পুরো শরীরে উঠে যায়। পরে রাতেই তাকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে তার মৃত্যু হয়।
কাঞ্চনপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য আতিকুর রহমান উজ্জ্বল ঘটনাটি নিশ্চিত করে বলেন, গতকাল সন্ধ্যায় ওই যুবককে সাপে কামড় দেয়।পরে আজ শুনতে পারি সকাল ১০ টায় তার মৃত্যু হয়েছে।
মৃত স্বপনের পারিবারিক সূত্রে জানা যায় বুধবার বিকেল ৫টার দিকে নিজ বাড়ি থেকে বের হওয়ার সময় তাকে সাপে কামড়ায়। পরে স্থানীয় ওঝা কবিরাজ দিয়ে বিষ নামানোর চেষ্টা চালায়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় রাত ১০টার দিকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply