দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দানে এশিয়া উপমহাদেশের সর্ববৃহৎ ঈদুল ফিতরের জামাত সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় জানানো হয়েছে, এবার দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দানে ৮ লাখ মুসল্লি নামাজ আদায়ের ব্যবস্থা থাকবে।
দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকীর সভাপতিত্বে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঈদগাহ ময়দানের ব্যবস্থাপনা কমিটির প্রধান উপদেষ্টা দিনাজপুর সদর আসনের এমপি জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম।
হুইপ ইকবালুর রহিম বলেন, শোলাকিয়ার চেয়ে দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ-শহীদ বড় ময়দান আয়তনের দিক দিয়ে চারগুণ বড়। আয়তনে ২২ একর গোর-এ-শহীদ বড় ময়দান। করোনার কারণে গত দুই বছর জামাত বন্ধ থাকলেও এর আগের ঈদ জামাতগুলোতে এক সাথে ৫ থেকে ৬ লাখ মুসল্লি নামাজ আদায় করেছে।
এবার আরো অনেক বেশি মুসল্লি নামাজ আদায় করবে বলে আশা করা যাচ্ছে। তবে, এক সাথে আট লাখ মানুষের জামাত আদায়ের প্রস্তুতি নেয়া হচ্ছে। এ জন্যে পর্যাপ্ত আইন শৃংখলা বাহিনী প্রস্তুত রয়েছে।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) শরিফুল ইসলাম, পুলিশ সুপার আসলাম উদ্দিন, সিভিল সার্জন ডা. এইচএম বোরহান উল ইসলাম সিদ্দিকীসহ অন্যরা উপস্থিত ছিলেন।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply