মুবিনুল হুদা চৌধুরী সোহাইল। জেলা প্রতিনিধি কক্সবাজার: আর্তমানবতার সেবায় অসহায়দের খুঁজে তাদের পাশে দাড়াচ্ছেন মানবিক ৯৭ টিমের সদস্যরা। বিশেষ করে এসএসসি ১৯৯৭সালের ব্যাচের বন্ধুরা তাদের নিজস্ব অর্থায়নে গড়ে তুলেছেন এই শক্তিশালী সেচ্ছাসেবী টিম।
গত ১৫/০৪/২০২২ ইং দীর্ঘদিন যাবৎ লালিত অসুস্থতায় জীবনযুদ্ধে হেরে যাওয়া কক্সবাজারের ঈদগাঁও উপজেলা মাইজ পাড়া গ্রামের ৯৭ ব্যাচের প্রয়াত শাহেদের পরিবারের এবং তার সংসারে রেখে যাওয়া স্ত্রী ও ফুটফুটে দুই সন্তানের পাসে দাড়িয়েছে উক্ত মানবিক ৯৭ টিম।
মানবিকতায় অদম্য আগ্রহ নিয়ে উক্ত টিমের মহান ব্যক্তিদের সার্বিকভাবে সহযোগিতা দুপুর ০৩:৩০ মিনিটের সময় প্রয়াত শাহেদের স্ত্রী চাকরীর সুবাদে তার দুই সন্তান নিয়ে অবস্থানরত চকরিয়া উপজেলার বাটাখালী গ্রামে ভাড়া বাসায় খুঁজ নেন উক্ত টিমের সদস্যরা।
মানবিক ৯৭ টিমের সাথে কথোপকথন এক পর্যায়ে সাহেদের স্ত্রী আবেগাপ্লুত হয়ে উপস্থিত ৯৭ টিমকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
উক্ত টিমের সদস্যরা তাকে আগামীতেও সুখে দুঃখে পাশে থাকবেন বলে প্রতিশ্রুতি দেন এবং ভবিষ্যতেও ৯৭ টিমের এ-ই ধারা আরো গতিশীলতায় অব্যাহত থাকবে বলে জানান উপস্থিত উক্ত টিমের প্রভাবশালী সদস্য কক্সবাজার সোনালী ব্যাংকে কর্মরত মনিরুল হাসান প্রকাশ (বাপ্পি), কক্সবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক গিয়াস উদ্দিন, কক্সবাজার জেলা নিএসএমএফ সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মুবিনুল হুদা চৌধুরী সোহাইল, পল্লি চিকিৎসক আর কে ফার্মেসির স্বত্বাধিকারী রেজাউল করিম টিপু. বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ ইলিয়াস জসিম বিশাল।
রমজানের কিছুদিন আগেও হঠাৎ স্ট্রোক করে এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাওয়া ৯৭ ব্যাচের প্রয়াত এরশাদুল হক দিপুর পরিবারের পাসেও ঠিক একইভাবে দাঁড়িয়ে ছিলেন উক্ত মানবিক ৯৭ টিমের সদস্যগন।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply