মুবিনুল হুদা চৌধুরী সোহাইল জেলা প্রতিনিধি কক্সবাজার: কক্সবাজার জেলার উখিয়া থানাধীন কুতুপালং এলাকায় র্যাব-১৫ এর অভিযানে ৭,৭৮০ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার করেছে।
র্যাব-১৫, কক্সবাজার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী কক্সবাজার জেলার উখিয়া থানাধীন রাজাপালং ইউপিস্থ কুতুপালং বাজার এর মেসার্স চৌধুরী ফিলিং স্টেশনের সামনে মাদকদ্রব্য ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর একটি চৌকস আভিযানিক দল ২৭/০৪/২০২২ খ্রিঃ আনুমানিক ১৬.০০ ঘটিকায় উক্ত স্থানে পৌঁছালে র্যাব সদস্যদের উপস্থিতি বুঝতে পেরে একজন ব্যক্তি পালানোর চেষ্টাকালে মোঃ ইদ্রিছ (১৯) (রোহিঙ্গা), পিতা-আনু মিয়া, মাতা-দিলবাহার, সাং-ক্যাম্প-০৫, ব্লক-ই, কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প, থানা-উখিয়া, জেলা-কক্সবাজারকে গ্রেফতার করে। ঐ সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত ব্যক্তির দেহ তল্লাশী করে হাতে থাকা পলিথিন ব্যাগ হতে সর্বমোট ৭,৭৮০ (সাত হাজার সাতশত আশি) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজুর জন্য কক্সবাজার জেলার উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply