আনোয়ার হোসেন নিজস্ব প্রতিনিধিঃ যশোর থেকে। বেনাপোল কাস্টমস হাউজের থেকে পরিত্যাক্ত অবস্থায় ৪ টি ওয়ান শুটারগান পিস্তল উদ্ধার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
গতকাল রোববার ৮ মে সন্ধ্যার সময় তালাবদ্ধ রুমে আগুন লাগার খবর পেয়ে পুড়ে যাওয়া মালামালের মধ্যে পরিতাক্ত অবস্থায় ৪টি আগ্নেয়াস্ত্র দেখতে পায় পুলিশ।
সংশ্লিষ্টরা জানান, বেনাপোল কাস্টমস হাউসের মধ্যে অ্যান্টি শাখার পাশে পুরানো একটি অফিস রুম রয়েছে। তবে সেটি ব্যবহারের অনুপোযোগী হয়ে পড়ায় অব্যবহৃত কিছু মালামাল রাখা তালাবদ্ধ অবস্থায় ছিল। গতকাল রোববার বিকেলে রুমটি থেকে আগুনের শিখা দেখে ফায়ার সার্ভিস অফিসে ফোন দেয় কাস্টমস কর্তৃপক্ষ। ফায়ার সার্ভিসের কর্মীরা আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে দেখতে পায় পুড়ে যাওয়া পণ্যের মধ্যে ৪টি ওয়ার শুটার গান রয়েছে । তবে কারা এগুলো সেখানে রেখেছে বা ঘটনার সঙ্গে কারা জড়িত সে বিষয়ে শনাক্ত করা যায়নি।
এদিকে ব্যবসায়ীরা জানান, বেনাপোল কাস্টমস হাউস সম্পূর্ণ সিসি ক্যামেরা ও অস্ত্রধারী আনসার এবং আর্মডস পুলিশ দ্বারা নিয়ন্ত্রিত। তিন বছর আগে কাস্টমস হাউসের লকার থেকে ২০ কেজি স্বর্ণ চুরি হলেও আজ পর্যন্ত তা উদ্ধার বা রহস্যের জট খুলেনি। এর মধ্যে আবার অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটল। সংশ্লিষ্টরা বলছেন, কারা কী উদ্দেশ্য এ আগ্নেয়াস্ত্র সেখানে মজুত রেখেছিল তা খতিয়ে দেখা জরুরী।
বেনাপোল কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার আব্দুর রশিদ মিয়া জানান, অস্ত্রগুলো অনেক পুরানো। তবে কীভাবে রুমের মধ্যে এল তা পুলিশ তদন্ত করবেন।
বেনাপোল পোর্টথানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, কাস্টমসের ওই পরিতাক্ত রুম থেকে ৪টি ওয়ার শ্যুটার গান উদ্ধার করা হয়েছে। বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply