ভালুকা প্রতিনিধি ঃ ময়মনসিংহের ভালুকায় বাউল শিল্পী মনিমালা সরকারের উপর নির্যাতন এবং কুপিয়ে আহত করার প্রতিবাদ,জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে মানববন্ধন কর্মসুচী ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে স্মারকলিপি প্রদান করেছে শিল্পী সমাজ।
রোববার উপজেলা পরিষদের সামনে ভালুকা শিল্পী ও বাউল শিল্পী সমিতির আয়োজিত এ মানববন্ধনে হাজী আব্দুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় বাউল শিল্পী সমিতির সভাপতি বাবু সুনীল সরকার,আফছার বাহিনী সাংস্কৃতিক গোষ্টীর সভাপতি নাজমুল রাহী নাজিম,উপজেলা আওয়ামী শিল্পী গোষ্টীর সভাপতি প্রবীর ভৌমিক,সুরবীণা’র পরিচালক রফিকুল ইসলাম রফিক, সুরধ্বনীর মহাসচিব বিজয় সরকার,গীত সঙ্গীত একাডেমির পরিচালক আসাদুজ্জামান জামাল,বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সভাপতি জাহাঙ্গীর আলমসহ অন্যরা।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুনের নিকট স্মারকলিপি হস্তান্তর করা হয়।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply