January 10, 2025, 4:32 am

তথ্য ও সংবাদ শিরোনামঃ
হৃদয়ে পতাকা ২ মার্চ এর কেন্দ্রীয় কমিটি অনুমোদন দিলেন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলনকারী আ স ম আবদুর রব ছাএলীগ, ছাত্রদলের সংঘর্ষে মুন্সিগঞ্জে আহত ১০ ৪৯ বিজিবি’র অভিযানে ভারতীয় পণ্যসহ ও মাদকদ্রব্য আটক। রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে মাঠে কাজ করছে মুক্তিযুদ্ধ প্রজন্ম দল মুন্সিগঞ্জে কারাতে শিক্ষার্থীদের মাঝে ব্লাক বেল্ট ও সনদপত্র প্রদান  প্রবাসী রেমিটেন্স যোদ্ধা সোনিয়া আক্তারে সহায় সম্পতি আত্মসাতের অভিযোগে সাংবাদিক সম্মেলন রাস্তার উপরে থাকা বৈদ্যুতিক খুটি যেন মরন ফাদ ! টঙ্গীবাড়িতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত মরহুম ছায়েদ উল্লাহ ভূঁইয়া’র মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ-দোয়া অনুষ্ঠিত বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী শাহজাহান ও তার গুন্ডা বাহিনীর গ্রেফতার চায় গোদনাইলবাসী চ্যানেল আইয়ের রূপান্তার অনুষ্ঠানে বশির আহমেদ এর পরিবারের চার শিল্পী জাতীয় বীর আ স ম আবদুর রবের ৮০তম জন্মদিনে হৃদয়ে পতাকা ২ মার্চ এর অভিনন্দন প্রধান শিক্ষককে মারধরের প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের মানব বন্ধন ভালুকায় হিন্দু পরিবারের জমি জোরপূর্বক দখলের অভিযোগ নতুন বছরের অঙ্গীকার জাতীয় ঐক্য, রাষ্ট্রের সংস্কার ও নির্বাচন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত ভালুকায় ছাত্রদলের প্রতিষ্ঠাবর্ষিকী পালিত রাঙ্গামাটি জেলার নানিয়ারচরে ইউপিডিএফ (মূল) এর গোপন আস্তানার সন্ধান: সেনাবাহিনীর বিশেষ অভিযানে নিহত এক। বিদেশি পিস্তল ও ছয় রাউন্ড গুলিসহ দুই অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে বাড্ডা থানা পুলিশ। ভারত সরকার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ফ্রী মুভমেন্ট করার অনুমতি দিয়েছে। বিজিবি’র অভিযানে পণ্যসামগ্রী ও মাদক জব্দ- আটক ১। কবি আবদুল হাই শিকদারের ৬৯ তম জন্মদিন ১ জানুয়ারি আরজেএফ’র উদ্যোগে মহান বিজয় দিবসের আলোচনা সভা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কবি ও কবিতা শক্তি ও প্রেরণার উৎস…… লায়ন মোঃ গনি মিয়া বাবুল রাস্তা আটকিয়ে প্রাইভেট কার ছিনতাই, চক্রের দুই সদস্য আটক বাংলাদেশ মিয়ানমার সীমান্তে ২৭১ কিলোমিটার পুরোটাই ‘আরাকান আর্মির’ নিয়ন্ত্রণে। -স্বরাষ্ট্র উপদেষ্টা সেভ দ্য রোড-এর প্রতিবেদন ২০২৪ সালে সড়কে ঝরেছে ৬ হাজার ৪৪৪ প্রাণ মুন্সিগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী বিপ্লব সম্পাদক সাখাওয়াত হোসেন মানিক বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ সচিবালয়ে সংঘটিত অগ্নিকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বিবৃতি। তারেক রহমানের ৩১দফাকে গ্রামগঞ্জে ছড়িয়ে দিতে হবে – রোকন

বেনাপোল টু খুলনা চলাচল কমিউটার ট্রেন চালক গতি থামিয়ে খোলা মাঠের মধ্যে অবাধে পণ্য উত্তলোন নিরব ভূমিকায় রেল কর্তৃপক্ষ।

বেনাপোল টু খুলনা চলাচল কমিউটার ট্রেন চালক গতি থামিয়ে খোলা মাঠের মধ্যে অবাধে পণ্য উত্তলোন নিরব ভূমিকায় রেল কর্তৃপক্ষ।

বেনাপোল টু খুলনা চলাচল কমিউটার ট্রেন চালক গতি থামিয়ে খোলা মাঠের মধ্যে অবাধে পণ্য উত্তলোন নিরব ভূমিকায় রেল কর্তৃপক্ষ। স্টাফ রিপোর্টারঃ বেনাপোল টু খুলনা চলাচলরত কমিউটার ট্রেনটির চালকেরা গতি থামিয়ে অবাধে চোরকারবারীদের অবৈধ্য পণ্য উত্তলোন কালে প্রতিনিয়তো সাধারণ যাত্রী হয়রানী হলেও রেল কর্তৃপক্ষ রয়েছে দর্শকের ভূমিকায়। বিষয়টি নিয়ে গণমাধ্যম সহ একাধিক পত্র-পত্রিকায় লেখা লেখী হলেও টনক নড়েনী উর্দ্ধতন কর্তৃপক্ষের। বেনাপোল স্টেশন হতে ট্রেন ছাড়ার ৫ কিলো মিটার পর খোলা মাঠের মধ্যে তার গতি থামিয়ে চোরাকারবারীদের ভারত হতে আনা কালোবাজারী পন্য উত্তোলনে সহায়তা দেওয়া রেল কর্তৃপক্ষের এখন নিত্ত নৈমত্তিক ঘটনা।

বিষয়টি নিয়ে বেলাপোল রেল স্টেসনের দায়িত্বরত মাস্টার সাইদুজ্জামান মুঠো ফোনে জানান, বেনাপোল স্টেশন হতে ট্রেন ছাড়লে খোলা মাঠের মধ্যে তা থামার কথা না। তবে আমড়াখালী এলাকায় একটি ব্রিজ থাকায় ট্রেনের গতি কমাতে পারে। বেনাপোল হতে ছেড়ে যাওয়া ট্রেন প্রায়ই খোলা মাঠে দাড়ায় এমন প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলেন ওটা আমার দেখার বিষয় না।

যাত্রী হয়রানির অভিযোগ জানিয়ে বিভাগীয় সংস্থাপন কর্মকর্তা,পাকশী মোঃ মজিবর রহমানের নিকট জানতে চাইলে বিষয়টি দুঃখজনক। জরুরী ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্তা নেওয়া্ হবে।

এ ঘটনায় একাধিক যাত্রীর অভিযোগ থাকলেও আমলে নেইনী ট্রেনটির দায়িত্বরত জি আরপি পুলিশ। ওল্টো প্রতিবাদকারীদের ট্রেন পুলিশের সামনে শাসিয়েছে চোরকারবারীরা।ট্রেনটিতে ভ্রমণরত যাত্রী বেনাপোলের ফিরোজ, বসুন্দিয়ার বিউটি খাতুন সহ একাধিক যাত্রী অভিযোগ তুলে জানান,রবিবার( ১৫ইমে )সকালে বেনাপোল স্টেসন হতে খুলনাগামী ট্রেনটি ছেড়ে আমড়াখালী বিজিবি চেকপোস্ট এলাকা পেরিয়ে কিছু দূরে গিয়ে ফাঁকা মাঠের মধ্যে ট্রেন থামিয়ে দেয় চালক।বগির দু পাশ হতে তাৎক্ষনিক ভাবে মহিলা ও পুরুষ চোরাকারবারীরা তাদের চোরাই পথে আনা পন্যের চালান তুলতে থাকে। একাজে সাধারন যাত্রীদের গায়ে ধাক্কা লাগলে চোরকারবারীরা উল্টো ট্রেনে কর্তব্যরত পুলিশের সামনে প্রতিবাদকারীদের মারতে উদ্যত হয়।

বেনাপোলের স্থানীয় একাধিক সূত্র জানায়,দীর্ঘদীন ধরেই রেল কর্তৃপক্ষের ইন্ধনে খুলনা-যশোর ও বেনাপোলের স্থানীয় লোক যোগ সাজে একটা শক্তিশালী সিন্ডিগেট গড়ে তুলে রেলকর্তৃপক্ষ অবৈধ্য আয়ে মত্ত হয়েছে। ট্রেনের দায়িত্বরত জি আরপি পুলিশ মোটা অঙ্কের টাকা পায় বলে যাত্রী হয়রানি হলেও কোন ভূমিকা নেই না।খোলা মাঠে ট্রেন থামানোয় এ রুটে চলাচলরত ছাত্রী ও মহিলা সহ সাধারন যাত্রীরা চরম নিরাপত্তা হীনতায় থাকে।বর্তমানে এ রুটে চলাচলরত ট্রেনে যাত্রীর সেবামান প্রশ্নবিদ্ধ।

বিষয়টি অত্যান্ত স্পর্শকাতর হওয়ায় সাধারন যাত্রীরা রেল মন্ত্রীসহ সংশ্লিষ্ট উর্দ্ধতণদের দৃষ্টি আর্কষন করে দ্রুত চোরকারবারী ও অসাধু রেলকর্মকতাদের হয়রানী বন্ধ এবং যাত্রী সেবা ও নিরাপত্তা নিশ্চিতের জোরালো দাবী জানিয়েছে।

আমাদের প্রকাশিত তথ্য ও সংবাদ আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)

Design by Raytahost.com