মুবিনুল হুদা চৌধুরী সোহাইল, জেলা প্রতিনিধি কক্সবাজার। কক্সবাজার জেলার রামু থানাধীন চেইন্দা এলাকায় র্যাব-১৫ এর অভিযানে ১,৪৭৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেফতার করা হয়েছে।
১৮/০৫/২০২২ তারিখ আনুমানিক ১৮.১০ ঘটিকায় র্যাব-১৫ এর আভিযানিক দল কক্সবাজার জেলার রামু থানাধীন দক্ষিণ মিঠাছড়িস্থ চেইন্দা ইন্টারন্যাশনাল এমাউজমেন্ট পার্ক এ্যান্ড রিসোর্ট এর সামনে টেকনাফ হতে কক্সবাজারগামী পাকা রাস্তার উপর গোপন সংবাদের ভিত্তিতে অবগত হয়ে অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে র্যাবের উপস্থিতি বুঝতে পেরে কতিপয় ব্যক্তি পলায়নের চেষ্টাকালে ১। মোঃ ফোরকান (৩৪), পিতা-গোলম কাদের, সাং-হায়দার নাসি, কুতুবদিয়া পাড়া, ০৩নং ওয়ার্ড, ফাসিয়াখালী ইউপি, থানা-লামা, জেলা-বান্দরবন, ২। রবি আলম (১৫), পিতা- গোলাম কাদের, ৩। মোঃ আজিজ (১৬), পিতা-মৃত নুর আলম, উভয় সাং-ফলিয়াপাড়া, ওয়ার্ড নং-০৫, জালিয়াপালং ইউপি, থানা-উখিয়া, জেলা-কক্সবাজাদের ধৃত করে। আটককৃত ব্যক্তিদের পলায়নের কারণ জিজ্ঞাসা করলে তারা বিভিন্ন অসংলগ্ন কথাবার্তা বলে, যা সন্দেহের সৃষ্টি করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত ব্যক্তিদের দেহ তল্লাশী করে ১,৪৭৫ (এক হাজার চারশত পচাত্তর) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তিরা জানায়, দীর্ঘদিন যাবৎ তারা মাদক ব্যবসার সাথে জড়িত।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার রামু থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply