আনোয়ার হোসেন । নিজস্ব প্রতিনিধিঃ যশোর যশোরের চৌগাছা উপজেলার কাবিলপুর শ্মশান ঘাট এলাকা থেকে ১৪ কেজি ৪৫০ গ্রাম স্বর্ণের বারসহ শাহ আলম নামে এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। জব্দ করা হয় ১২৪ টি স্বর্ণের বার বাজার মূল্য ১০ কোটি সাড়ে ১১ লাখ টাকা। গতকাল শুক্রবার দুপুর পর যশোর ৪৯ বিজিবি হেড কোয়ার্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বেশ কিছু দিন ধরে স্বর্ণের বার চোরাকারবারিদের একটি গ্রুপ কে বিজিবি নজরদারিতে রাখে। এরই অংশ হিসেবে গতকাল শুক্রবার ভোর বেলা চৌগাছা সীমান্তের শাহজাদপুর বিওপির সদস্যরা শাহ আলমের গতিবিধি লক্ষ্য কর হয়। এরপর তাকে সকাল ৮টা ৩০মিঃ দিকে শাহজাদপুর বিওপির এক কিলোমিটার অদূরে কাবিলপুর সীমান্ত শ্মশানঘাট এলাকা থেকে এই স্বর্ণসহ আটক করা হয়।
তিনি আরও জানান, এ সময় তার কোমরে পেঁচানো পাঁচটি বড় স্বর্ণের বার থেকে সর্বমোট ১২৪ পিস বার উদ্ধার করা হয়। এছাড়া তার ব্যবহৃত মোটরসাইকেল সহ। জব্দ করা স্বর্ণের বাজারমূল্য ১০ কোটি সাড়ে ১১ লাখ টাকা।
বিজিবির অধিনায়ক শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান, শাহ আলম কৃষক সেজে এই বারগুলো শ্মশানে রেখে আসতে গিয়েছিলেন। ওখান থেকে অন্য একটি গ্রুপের সদস্যদের সেগুলো নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই তাকে আটক করেন বিজিবি। আলম ইতোপূর্বে আরও ছয়টি স্বর্ণের চালান পাচার করেছে। সপ্তম চালান পাচারকালে তাকে আটক করা হয়। জব্দ করা মোটরসাইকেলসহ তাকে চৌগাছা থানা সোপর্দ করা হবে। এছাড়া স্বর্ণের বারগুলো আদালতের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে জানায়।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply