মুবিনুল হুদা চৌধুরী সোহাইল, কক্সবাজার জেলা প্রতিনিধি, র্যাব-১৫ কর্তৃক কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন ডেইলপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ৪০,০০০ পিস ইয়াবাসহ একজন মাদকদ্রব্য ও ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
০৩/০৬/২০২২ তারিখ আনুমানিক ১০.০০ ঘটিকায় র্যাব-১৫ এর আভিযানিক দল কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন সাবরাং ইউপিস্থ ডেইলপাড়া সাকিনে শরীফ মেম্বারের বাড়ির পাশে হাসেমের বসতঘরে মাদকদ্রব্য ইয়াবা বিক্রির উদ্দেশ্যে মজুদ রেখেছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে অবগত হয়ে অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে র্যাবের উপস্থিতি বুঝতে পেরে একজন ব্যক্তি কৌশলে পলায়নের চেষ্টাকালে হাসেম (৪০), পিতা-আব্দুস সালাম, মাতা-মৃত রাবেয়া খাতুন, সাং-ডেইলপাড়া, ওয়ার্ড নং-০৫, ইউপি-সাবরাং, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজারকে গ্রেফতার করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির দেখানো মতে তার বসতঘরের সুকেশ এর ভিতর হতে সর্বমোট ৪০,০০০ (চল্লিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার বিষয়ে ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসা করলে জানায়, জব্দকৃত ইয়াবা বিক্রির উদ্দেশ্যে সে তার বসতঘরে মজুদ রেখেছিল এবং দীর্ঘদিন যাবৎ টেকনাফ সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য ইয়াবা কম দামে ক্রয় করে কক্সবাজারের বিভিন্ন এলাকায় বেশী দামে বিক্রি করে আসছে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার টেকনাফ থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply