গাজী নজরুল ইসলাম ডিপটি, নিজস্ব প্রতিনিধিঃ ৪ জুন ২০২২ খ্রী: শনিবার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ গোদনাইল মৌজার, জেলা, থানা ও সদর সাব-রেজিস্ট্রি অফিস, নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জ কালেক্টরি তৌজিভুক্ত রায়তি জোত স্বত্বের সম্পত্তি যাহার সিএস-২০৪নং, আরএস-০৮ নং মৌজা-গোদনাইল স্থিত। সিএস ৫৫২নং, এসে-৯৮৩নং, আরএস-৫১১নং খতিয়ানভূক্ত সম্পত্তির সিএস ও এস এ-৮৪০ নং দাগের আরএস-২০৩৯ ও ২০৪০ নং দাগের নাল ১১৭ শতাংশ সম্পত্তি ঐতিহাসিক মীর পরিবারের ওয়ারিশগণ মেপে বুঝে নিলেন।
উল্লেখিত সম্পত্তির দলিল দস্তাবেজ, রেকর্ড, নকশা ও কাগজপত্র অনুযায়ী সম্পত্তিটি মাপেন এলাকার স্থানীয় প্রবীণ সার্ভেয়ার মোঃ মান্নান মিয়া, তার সঙ্গে ছিলেন স্থানীয় আরেকজন ল্যান্ড সার্ভেয়ার হাবিবুর রহমান সেন্টু। উভয় সার্ভেয়ার মিলে সম্পত্তিটি মেপে বুঝিয়ে দেয়ার সময় উপস্থিত ছিলেন স্থানীয় মুরব্বী শাহজাহান মাদবরসহ স্থানীয় এবং আশেপাশের এলাকার মুরব্বি, রাজনৈতিক ও সমাজসেবক ব্যক্তিবর্গ স্থানীয় ও জাতীয় গণমাধ্যম কর্মী ও ব্যক্তিবর্গসহ স্থানীয় শতাধিক ব্যক্তিবর্গ।
সকলের স্বতঃস্পুর্ত শান্তিপূর্ণ সহযোগিতায় সম্পত্তিটি ভূমি দস্যুদের কবলথেকে রক্ষাকরে মেপে সীমানা নির্ধারণ করতেপেরে মীর পরিবারের সকল ওয়ারিশগণ সন্তোষ প্রকাশ করেন। এবং উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply