November 24, 2024, 1:01 pm

তথ্য ও সংবাদ শিরোনামঃ
গৃহঋণের জন্য আবাসন খাতে বিশেষ তহবিল গঠনের দাবি জানিয়েছেন অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজী সোনার দেশ- এটিই হবে ভবিষ্যতের বাংলাদেশ বেনাপোল পুটখালী সীমান্ত থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার। বেনাপোল বলফিল্ড মাঠে শহীদ জিয়া ক্রিকেট টুর্নামেন্ট- ২০২৪ অনুষ্ঠিত। বেনাপোল ধান্যখোলা সীমান্তে ৩৬ কেজি গাঁজাসহ ১টি মোটরসাইকেল উদ্ধার। টঙ্গীবাড়ীতে বীজ আলু ও সার ব্যাবসায়ী দের সাথে ইউএনওর মত বিনিময় সভা। বেনাপোল দিয়ে ভারতে পাচার হওয়া ২৪ জন কিশোর ও কিশোরী দেশে ফিরেছে। আ.লীগ নেতার জবর দখলে থাকা সরকারি ১২ বিঘা জমি উদ্ধার। রাজধানীতে কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ। ১৫ বোতল ফেন্সিডিল সহ ০১ জন আসামী গ্রেফতার। যশোর পর্যটন খাতেও ব্যাপক ভূমিকা রাখতে পারে বাস্তবায়নে উদ্যোগ নেয়া হবে। উপদেষ্টা এ এফ হাসান আরিফ বেনাপোল বন্দর দিয়ে শুল্কমুক্ত সুবিধায় ভারত থেকে চাল আমদানি শুরু। বেনাপোলের শহীদ আব্দুল্লাহর কবর জিয়ারত করলেন উপদেষ্টা এ এফ হাসান আরিফ তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ। প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচনের রূপরেখা না থাকায় আশাহত হয়েছে বিএনপি। ভালুকায় দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে বাজার মনিটরিং ধনবাড়ী উপজেলার নব নিযুক্ত নির্বাহী অফিসারের সাথে ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ। নওগাঁ পত্নীতলার ডিগ্রি চতুর্থ বর্ষের ছাত্র সুমন হোসেন কে হত্যা করে গলায় ফাঁসি দিয়ে কাঁঠাল গাছের ঝুলিয়ে রহস্য জনক মৃত্যু। শার্শায় ৪ যুগ ধরে খবরের কাগজের ফেরিওয়ালা সিরাজ আর নেই। রাজনৈতিক গুরু হিসেবে মওলানা ভাসানীকে স্বীকৃতি দিতে হবে …… অধ্যক্ষ এম শরিফুল ইসলাম বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত। যশোর যৌনকর্মী প্রেমিকাকে নিয়ে দ্বন্ধে হেলপার বাপ্পি খুন। মওলানা ভাসানীকে অপমান করায় আওয়ামী লীগ বিলুপ্ত প্রায় বাংলাদেশী জাতীয়তাবাদের ভিত্তিতে সাহিত্য ও সংস্কৃতির সংস্কার চাই – রেজাবুদ্দৌলা চৌধুরী। ভালুকায় জমি দখল ও খেতের ধান কেটে নিয়ে যাওয়ার অভিযোগ মওলানা ভাসানীকে স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা হিসেবে অন্তর্ভূক্ত করার দাবি …. বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন খান মজলিস। দেশপ্রেমিক লোকদের সঠিক প্রক্রিয়ায় যাচাই বাছাই করে নিয়োগ দিতে হবে …… অধ্যাপক ড. সায়েদা ওবায়েদ যশোর বেনাপোল পোর্ট থানা পুলিশের কর্তৃক ৩০ বোতল ফেন্সিডিল ও ১ কেজি গাঁজা সহ ০১ জন আটক। ওষুধের দাম কমানোর আহ্বান ……এম এ আলীম সরকার গাজীপুর কোনাবাড়ীতে আবাসিক হোটেলে চলছে নারী ও মাদকের রমরমা ব্যবসা

যশোর শহর, শহরতলীর বিভিন্ন মহল্লায় বেপরোয়া কিশোর গ্যাঙ।

যশোর শহর, শহরতলীর বিভিন্ন মহল্লায় বেপরোয়া কিশোর গ্যাঙ।

নিজস্ব প্রতিনিধিঃ যশোর সদর শহর শহর তলীর এইসব চিহ্নিতদের আটক জোরালো তৎপরতা শুরু করেছে যশোর কোতোয়ালী মডেল থানা পুলিশ সহ আইন প্রয়োগকারী সংস্থার বিভিন্ন ইউনিট। ডজন দুইয়েক অভিযানএ আটক হয়েছে গ্রুপ ভিত্তিক অর্ধশতাধিক। এছাড়া দফায় দফায় অভিযান চলছে ক্রাইম পয়েন্ট বাছাই করে ।যশোর কোতোয়ালি ওসির দাবি অভিযান চলছে, দ্রুততম সময়ের মধ্যে ওই উঠতি দুর্বৃত্ত চক্রের মূল শেকড় উৎপাটন করা হবে।

যশোর শহর ও শহরতলীর বিভিন্ন মহল্লায় উঠতি সন্ত্রাসীরা সংঘবদ্ধ অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। ১৪ থেকে ১৮ বছর বয়সী ৮ থেকে ১৬ জনের গ্রুপ করে এরা বিভিন্ন এলাকায় অস্ত্রের মহড়া, চাঁদাবাজি, ছুরিকাঘাতে হত্যার চেষ্টা, মাদক ব্যবসা, ছিনতাইসহ চাকু অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। বিগত ও সাম্প্রতিক কয়েকটি ঘটনার তথ্য দৃষ্টিগোচর হলে নড়েচড়ে বসেছে যশোর পুলিশ প্রশাসন।

সম্প্রতি যশোর সুজলপুরের ইরিয়ান, শংকরপুরের আফজাল হত্যাকান্ড, অ্যাডভোকেট আসাদুজ্জমান বাবুল হত্যাচেষ্টা, কলেজ ছাত্র সুলতানপুরের আব্দুল্লাহ, শংকরপুরে টুনি শাওন, উপশহরের এহসানুল হক ইমু হত্যাকান্ডসহ ঘটে যাওয়া ডজনখানেক চাঞ্চল্যকর হত্যা ও হত্যার চেষ্টার ঘটনায় কিশোর অপরাধী ও উঠতি সন্ত্রাসীরা জড়িত। গ্রুপ ভিত্তিক ওই অপরাধী চক্র শুধু হত্যাকান্ডই নয়, এরা অপহরণ, বোমবাজি, দেশীয় অস্ত্রের মহড়া দেয়া, চাকু ছুরি হাতে চাঁদাবাজির মত ঘটনায় জড়িত। পুলিশ পিবিআই ও র‌্যাবের হাতে আটক ওই সব উঠতি সন্ত্রাসীরা অকপটে সব স্বীকারও করেছেন। এরা এ ছাড়াও শহর ও শহরতলীর অর্ধশত স্পটে এরা এখন সক্রিয় গ্রুপ তৈরি করেছে। একই এলাকায় ৩/৪টির মত গ্রুপও রয়েছে।

স্থানীয়দের অভিযোগ অনুযায়ী যশোরের শংকরপুর, বকচর খোলাডাঙ্গা, চাঁচড়া, রেলগেট, তুলোতলা, কলাবাগান, ভাতুড়িয়া শংকরপুর, ইছালী, কিসমত নওয়াপাড়া, ঝুমঝুমপুর, হামিদপুর ঝাউদিয়া, চুড়ামনকাটি, কেন্দ্রীয় বাস টার্মিনাল, রেল রোড, মুজিব সড়ক, মণিহার, উপশহর, পালবাড়ি, ধর্মতলা, খড়কী, রেল স্টেশন, বিরামপুর, নীলগঞ্জ এলাকাসহ অর্ধশত এলাকায় এরা গ্রুপ তৈরি করেছে। সন্ত্রাসী চক্রের উঠতি সদস্যরা কখনও ভাস্যমানভাবে, আবার কখনও ভাড়া থেকে পেশা হিসেবে নানা অপরাধে লিপ্ত হচ্ছে।

গত ২ জুন রাতে যশোর শহরের শংকরপুর ইসহাক সড়কের একটি সেলুনের সামনে একদল উঠতি বয়সী যুবক নিজেদের ক্ষমতা পরিদর্শনের জন্য দেশীয় অস্ত্র নিয়ে মহড়া করে জনগণের মাঝে আতঙ্ক ছড়াচ্ছিল। অস্ত্র নিয়ে মহড়া ও এলাকায় আতঙ্ক সৃষ্টি করার ঘটনায় র‌্যাব তাদের আটক করেন। এই গ্রুপে সংখ্যায় ছিল ১৬ জন। তাদেরকে তল্লাশী করে চারটি বার্মিজ চাকু উদ্ধার ও যশোর কোতোয়ালি থানায় মামলা হয়।
এর আগে যশোরের বকচরের চাঞ্চল্যকর রাকিব সরদার হত্যাকান্ডের ঘটনায় বকচর, শংকরপুর, সিটি কলেজ পাড়া সহ আরো কয়েকটি এলাকার কিশোর গ্যাঙের ৯ সদস্যকে আটক করে র‌্যাব ৬। তাদের কাছ থেকে হত্যাকান্ডে ব্যবহৃত দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। হত্যাকান্ডে তাদের সম্পৃক্ততা রয়েছে বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়। এরপর যশোরের শংকরপুর থেকে সংঘ বদ্ধ একটি কিশোর অপরাধী চক্রকে আটক করে র‌্যাব ৬ যশোর। আটক ৬ কিশোর একটি অপহরণ ঘটনার জড়িত। তাদের দখল থেকে ধারালো চাকু ও বোমা উদ্ধার করা হয়।

উল্লেখিত ৫/৭টি ঘটনা ছাড়াও শহর ও শহরতলীর অধিকাংশ এলাকায় প্রাইদিন অপকান্ড ঘটনাহচ্ছে এই উঠতি বয়সী রায়। হামলা হত্যার চেষ্টা হুমকির ঘটনায় এরা জড়িত। হামিদপুর ঝুমঝুমপুর বালিয়াডাঙ্গা এলাকার উঠতি বয়সী সন্ত্রাসীরা যুবলীগ কর্মী ইব্রাহিম হোসেন মিন্টুর উপর হামলা চালায়।

যশোর ষষ্টিতলাপাড়া থেকে বেজপাড়ার মিঠু লেন এলাকায় কয়েকটি মোটরসাইকেলযোগে এসে ছিনতাই সংঘটিত করে আরও একটি উঠতি সংঘ বদ্ধ চক্রদল। চাঁচড়া এলাকার লুৎফর রহমানের ছেলে মহিদুজ্জামান লিটনের কাছ থেকে চক্রটি ২ লাখ টাকা ছিনতাই করে। সম্প্রতি পাড়া মহল্লায় এইসব চক্র মাদক কারবারেও লিপ্ত হয়েছে।

সংঘবদ্ধ হয়ে অপরাধ করে বেড়ানো উঠতি চক্রগুলোর ঘটে যাওয়া ঘটনাগুলোকে অধিক গুরুত্ব দিয়ে পুলিশ কৌশলী অভিযান শুরু করেছে। যশোর শহরের আইন শৃংখলার আরও উন্নতি ও মানুষের জানমালের নিরাপত্তা আরও জোরদার করতে ক্রাইম পয়েন্ট বাছাই করে অভিযান চলছে। গত ৩ দিনে যশোরের বকচর, শংকরপুর, রেলগেট, খড়কী কলাবাগান, চাঁচড়া রায়পাড়া, ধর্মতলা, খোলাডাঙ্গা, পুলেরহাট, বিরামপুর, হামিদপুর, পালবাড়ি, তেঁতুলতলা, রেল ওয়েস্টেশন, শেখহাটি, ষষ্টিতলা এলাকায় দফায় দফায় অভিযান পরিচালনা করেছে যশোর কোতোয়ালি থানা পুলিশ। নতুন ক্রাইম পয়েন্ট এবং ডেরা সনাক্ত করে কাজ শুরু করেছে।

যশোরের ইছালী, কিসমত নওয়াপাড়া, এনায়েতপুর, চাঁচড়া, ঝুমঝুমপুর, ঝাউদিয়া, চুড়ামনকাটিতে আরও কয়েকটি গ্রুপ এখন দেশীয় অস্ত্র চাকু ছুরির দখলে রেখে অভিযোগ পাওয়া গেছে। এদিকেও এখন নজর পুলিশের।

এ ব্যাপারে যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম জানিয়েছেন, তিনি যোগদানের পর থেকে যশোর কোতোয়ালির আওতায় ঘটে যাওয়া ক্রাইম গুলোকে সামনে এনেছেন। তবে সম্প্রতি তথ্য আসছে অপরাধের ধরণ পাল্টেছে উঠতি চক্রগুলো। সংঘ বদ্ধ গ্রুপে মহড়া চালাচ্ছে। এ বিষয়ে কাজ শুরু করেছেন। শহর থেকে শহরতলী, এমনকি ইউনিয়ন গ্রাম ওয়ার্ড ভিত্তিক অভিযান শুরু করা হয়েছে, উঠতি ওই চাকু ছুরি চক্র কে ধরতে কাজ চলছে। অল্প বয়সী সন্ত্রাসী এবং ছিনতাইকারীদের আটক করতে অ্যাকশান চলছে। ইতিমধ্যে যশোর শহর তথা কোতোয়ালিথানা এলাকার আইনশৃংখলা সমুন্নত রাখার অংশ হিসেবে অর্ধশতাধিক কে আটক করা হয়েছে।

আমাদের প্রকাশিত তথ্য ও সংবাদ আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)

Design by Raytahost.com