নিজস্ব প্রতিনিধিঃ আনোয়ার হোসেন। গতকাল মঙ্গল বার সকালে সচেতন নাগরিক কমিটি (সনাক)’র আয়োজনে যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সনাক সভাপতি শাহিন ইকবালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান।
প্রধান অতিথি বলেন, অনিয়ম বা দুর্নীতি কিভাবে হয় তা জানা জরুরি। ঘুষ খাওয়াও যেমন অপরাধ তেমনি ঘুষ প্রদান করাও অপরাধ। তাই সকল কে একসাথে কাজ করতে হবে। এ ক্ষেত্রে সকলের মানসিকতার পরিবর্তন করতে হবে। সরকারি সেবার মান বৃদ্ধিতে টিআইবি ভূমিকা পালন করছেন। তিনি প্রত্যাশা করেন টিআইবি ও সনাক কর্তৃক যে নতুন প্রকল্প শুরু করতে যাচ্ছে তাতে দুর্নীতিবিরোধী মানসিকতা প্রতিফলন থাকবে।
যশোর টি আই বির নতুন প্রকল্প ‘পার্টিসিপেটরি অ্যাকশন এগেইনেস্ট করাপশন,টুওয়ার্ডস ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি ,প্যাকটা, বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির, ডেপুটি সিভিল সার্জন নাজমুস সাদিক, জেলা শিক্ষা অফিসার এ কে এম গোলাম আযম, জেলা ভূমি অফিসার মিখাইল ইসলাম, সনাকের সাবেক সভাপতি সুকুমার দাস সহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, টিআইবি, সনাক ইয়েস গ্রুপের সদস্যবৃন্দ।
সভায় টিআইবির কো-অর্ডিনেটর কাজী শফিকুর রহমান জানায়, টিআইবি বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে স্থানীয় পর্যায়ে সনাকএর মাধ্যমে দুর্নীতিবিরোধী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছেন। এই ধারাবাহিকতায় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ,এসডিজি, সঙ্গে সামঞ্জস্য রেখে অধিকতর অন্তর্ভুক্তিমূলক, ন্যায়সঙ্গত বৈষম্যহীন সমাজ গড়ে তোলা সহ দুর্নীতি প্রতিরোধ অবদান রাখতে পার্টিসিপেটরি অ্যাকশন এগেইনেস্ট করাপশন: টুওয়ার্ডস ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি ,প্যাকটা, প্রকল্প গ্রহণ করেছেন। পাঁচ বছর মেয়াদী প্রকল্পটি ২০২২ সালের জানুয়ারীতে শুরু হয়েছে। শেষ হবে ২০২৬ ডিসেম্বর মাসেএ। প্রকল্পে শিক্ষা, স্বাস্থ্য, ভূমি, নির্মাণ, পরিবেশ এবং প্রযোজ্য ক্ষেত্রে সামাজিক নিরাপত্তা কর্মসূচি খাতে সেবার মান, সুশাসনের অবস্থা পর্যবেক্ষণ ও উন্নয়নের লক্ষ্যে নানা কর্মসূচি বাস্তবায়ন করবেন।এ প্রকল্পে যশোরের জন্য ১৯০টি কর্মসূচি ঘোষণা করা হয়েছে। যাহার বাজেট ধরা হয়েছে ৩৫ লাখ ৫৫ হাজার টাকা।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply