নিজস্ব প্রতিনিধিঃ আনোয়ার হোসেন। উদ্ধার হওয়া অজগর টি ১৫ ফুট লম্বা, ২০ কেজি ওজন প্রায়। বাগেরহাটের শরণখোলার লোকালয় থেকে একটি অজগর সাপ উদ্ধার করে সুন্দরবন পূর্ব বন বিভাগে অজগরটি অবমুক্ত করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (৭ জুন) দুপুরের দিকে শরণখোলা উপজেলার পশ্চিম রাজাপুর গ্রামের হায়দার আলী বাড়ীর মুরগির খোপ থেকে সাপ দেখতে পেয়ে পরিবারের লোকজন খবর দেয় বনরক্ষী, ভিটিআরটি ও সিপিজি সদস্যদের। তারা সাপটি কে উদ্ধার করে সুন্দরবন পূর্ব বন বিভাগের ধান সাগর ষ্টেশন সংলগ্ন বনে অজগর সাপ টি অবমুক্ত করা হয়েছে।
উদ্ধার হওয়া অজগর টি ১৫ ফুট লম্বা, ২০ কেজি ওজন প্রায়।
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধান সাগর ষ্টেশন কর্মকর্তা মোঃ আবদুস সবুর জানান, হায়দার আলীর বাড়ির মুরগির খোপে একটি অজগর সাপ হানা দিয়েছে এমন সংবাদের ভিত্তিতে বনরক্ষীর সদস্য ভিটিআরটি ও সিপিজি অজগর টি উদ্ধার করে। পরবর্তীতে অজগরটিকে বনে অবমুক্ত করা হয়েছে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply