আনোয়ার হোসেন, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ভালুকা সরকারী কলেজের ৫০ বছর পূর্তী উপলক্ষ্যে র্যালী, কেক কাটা আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বেলুন ও পায়রা উড়িয়ে সাত দিন ব্যাপী আয়োজিত নানা কর্মসূচি সোমবার সকালে কলেজ মাঠে উদ্বোধন করা হয়।
প্রথম দিনের অনুষ্ঠানের মধ্যে কলেজের প্রতিষ্ঠাতা ভাষা সৈনিক মোস্তফা এম এ মতিনের কবর জিয়ারত, ৫০পাউন্ড কেক কাটা, আলোচনা সভার আয়োজন করেন কলেজ কর্তৃপক্ষ।
আলোচনা সভায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুজ্জামান তুহিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ আলহাজ¦ কাজিম উদ্দিন আহাম্মেদ ধনু, উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত নারী আসনের সাংসদ মনিরা সুলতানা মনি, বিষেশ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মোল্লা জালাল, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আবুল কালাম আজাদ, সাবেক চেয়ারম্যান আলহাজ¦ গোলাম মোস্তফা, পৌর মেয়র ডা. মেজবাহ উদ্দিন কাইয়ূম, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম পিন্টু, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এড. শওকত আলী, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান, ছাত্র লীগের সভাপতি ইফতেখার আহমেদ সুজন , সাধারন সম্পাদক অনিক তালুকদার প্রমুখ।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply