নিজস্ব প্রতিবেদকঃ মতলব উত্তরের ছোট কিনাচক গ্রামে মসজিদ, মন্দির, ঈদগাহ, কবরস্থান সহ সামাজিক উন্নয়ন ও সেবামূলক কেন্দ্রিক প্রতিষ্ঠানকে ঘিরে সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগ!
চাঁদপুর জেলার মতলব উত্তরের ছোট কিনাচক গ্রামের সামাজিক উন্নয়ন ও সেবামূলক কেন্দ্রিক প্রতিষ্ঠান যেমন, মসজিদ, মন্দির, কবরস্থান, রাস্তা-ঘাট, বিদ্যুতায়ন ব্যবস্থা এবং ঈদগাঁ মাঠসহ বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে কেন্দ্র করে প্রায় দীর্ঘ (২৮) আঠাইশ বছর যাবৎ কতিপয় অসাধু চক্রান্তকারী, চাঁদাবাজ, মানবতা বিরোধী এবং দুষ্কৃতিকারীগণ বিভিন্ন অপরাধ, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে রেখেছে। একটি কুচক্রী মহল গ্রামের কিছু সাধারণ মানুষ ও নিরিহ পরিবারের উপর নির্যাতন, জুলুম, অত্যাচার প্রতারণা’সহ জীবন নাশের হুমকি প্রদান করে আসছে!
তাহারা এতটাই সংঘবদ্ধ এবং প্রভাবশালী, তাহাদের ভয়ে স্থানীয় সাধারণ ভুক্তভোগী জনতা মুখ খুলতে নারাজ। মতলব উত্তরসহ চাঁদপুর জেলার সকল স্তরের প্রশাসনের দৃষ্টি আকর্ষণকরে আমাদের প্রতিনিধির মাধ্যমে নাম প্রকাশে অনিচ্ছুক অনেক ভুক্তভুগি বলেন, গ্রামের সাধারন মানুষের জীবনের নিরাপত্তা ও শান্তির লক্ষ্যে চিহ্নিত অপরাধীদেরকে আইনের আওতায় আনাহোক।
অনেকেই প্রতিনিধিদের মাধ্যমে আরো বলেন, সাধারণ মানুষদের জীবনমান উন্নয়ন, নাগরিক অধিকার প্রতিষ্ঠা, গ্রাম উন্নয়ন এবং জাতির জনক বঙ্গবন্ধুর আধুনিক সোনার বাংলাদেশ গঠন ও বাস্তবায়নে স্থানীয় চক্রান্তকারী, মানবতা বিরোধী, চাঁদাবাজ, চিহ্নিত অপরাধীদেরকে গ্রেপ্তার ও আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হউক।
স্থানীয় সুধী সমাজের দীর্ঘদিন যাবৎ চলমান উল্লেখিত সন্ত্রাসী ও চাঁদাবাজী কার্যক্রম পরিচালনাকারীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার বিনীত আহ্বান জানান।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply