বাঘাইছড়ি প্রতিনিধি : টানা বর্ষণে ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাচালং নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হয়ে ইউনিয়নের প্রায় ১০টি এলাকা পানিতে তলিয়ে গেছে।
অব্যাহত ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বেশ কয়েকটি নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে। কাচালং নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার দরুন সাজেক ইউনিয়নের বাঘাইহাট বাজারের আশপাশের এলাকা, বঙ্গলতলী ইউনিয়নের বাজার এলাকা, পৌরসভার মাষ্টার পাড়া, পুরাতন মারিশ্যা, তুলাবান, মুসলিম ব্লক, বটতলী ও আমতলী ইউনিয়নের প্রায় ১০টি এলাকা পানিতে তলিয়ে গেছে। এতে মাছের ঘের ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পাহাড়ে বসবাসকারী স্থানীয়দের সতর্ক করার জন্য মাইকিং করে সকলকে নিরাপদ স্থানে বা আশ্রয় কেন্দ্রে চলে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। উপজেলার ১৪টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও পৌর মেয়র জমির হোসেন বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে উদ্ধার তৎপরতার জন্য নৌকা ও টলার বোট দিয়েছেন। এসব বোটে করে ইতোমধ্যে শতাধিক পরিবার পশ্চিম মুসলিম ব্লক আয়নামতি আজিজ পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নিয়েছে। মেয়র ও কাউন্সিলরদের ব্যক্তিগত সহায়তা ছাড়া এখনো সরকারি কোনো সহায়তা পৌছেনি আশ্রয় কেন্দ্রে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply