নিজস্ব প্রতিনিধিঃ আনোয়ার হোসেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপহার দিলেন। বন্ধু প্রতিবেশী রাষ্ট্র ভারতের পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য উপহার হিসেবে মৌসুমি ফল আম।
এই উপহার দুই দেশের মধ্যে বন্ধুত্ব ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদার করবে বলে মনে করেন দুই দেশের প্রতিনিধি গন। প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের এই আমের চালান ঢাকায় নিযুক্ত কলকাতায় হাইকমিশনকে পাঠায়।
বন্ধু প্রতিবেশী রাষ্ট্র ভারতের পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য উপহার হিসেবে মৌসুমি ফল আম পাঠালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।গতকাল সোমবার (২০ জুন) বেলা ১টা ৩০মিঃ সময় বেনাপোল বন্দর ও কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষ করে এক হাজার কেজি মৌসুমি ফল উপহার পাঠানো হয় ভারতের পেট্রাপোল বন্দরে বেনাপোল স্থল বন্দর দিয়ে।
এ সময় ভারতে নিযুক্ত কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশনের ডেপুটি থার্ড সেক্রেটারি মারিফাত তারিকুল ইসলাম আমের প্যাকেটগুলো গ্রহণ করার পর ভারতীয় প্রতিনিধিদের কাছে হস্তান্তর করেন। এর আগে সকালে সড়কপথে ট্রাক করে বেনাপোল স্থলবন্দরে উপহারের আম পৌঁছে যায়।
মারিফাত তারিকুল ইসলাম বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৌসুমি ফল আম ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দিলেন। বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের যে সোনালি অধ্যায় পার হচ্ছে, তারই স্মারকস্বরূপ প্রধানমন্ত্রী এবারও আম পাঠিয়েছেন। এর মাধ্যমে দুই দেশের সম্পর্ক সুদৃঢ় হবে বলে আশা করি।
তিনি আরও বলেন, এ শুভেচ্ছা উপহার দুই দেশের সম্পর্কোন্নয়নে অনেক বড় ভূমিকা রাখবে। এর আগে গত বছরও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এক ট্রাক বাংলাদেশের রংপুরের বিখ্যাত হাঁড়িভাঙা আম পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী।
বেনাপোলে রবি ইন্টারন্যাশনাল সিঅ্যান্ডএফ এজেন্ট চালান টি বেনাপোল কাস্টমস ও বন্দরের আনুষ্ঠানিকতা কাজ করেন।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply