নিজস্ব প্রতিনিধিঃ আনোয়ার হোসেন। যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নে প্রস্তাবিত বিসিক ২ এর জন্য জমি অধিগ্রহণের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকার কৃষক গ্রামবাসী।গতকাল শুক্রবার দুপুরে উপজেলার বিল হরিনার কানাইতলা মাঠে রামনগর ইউনিয়নের রামনগর, কাজিপুর, ভাটপাড়া ও তোলা গোলদারপাড়ার গ্রাম বাসিন্দাদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে রামনগর ইউনিয়নের চার গ্রামের হাজার হাজার কৃষক মানববন্ধনে অংশ নেয়।
গত শুক্রবার (১ জুলাই) মণিরামপুরে যশোর-সাতক্ষীরা মহাসড়কের হাতিপুতা কনাইতলা নামক স্থানে কাজিপুর, কাজিপুর, রামনগর, ভাটপাড়া, তোলা গোলদারপাড়া গ্রামের শত শত নারী-পুরুষ মানববন্ধনে তাদের প্রতিক্রিয়া জানান।
সকাল ১০টা থেকে গতকাল শুরু হয়ে ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে বক্তাগন বলেন, সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন কোনো ফসলি কৃষি জমিতে শিল্প স্থাপন আর নয়। আর সেটি করা হলে বিদ্যুৎ ও গ্যাস-সংযোগ দেওয়া হবে না। সেখানে বিল হরিনার রামনগর অংশের ফসলি কৃষি জমিতে বিসিক-২ স্থাপনের জন্য নির্ধারণ করা হয়েছে। এ জন্য প্রস্তাবিত ১ হাজার ৬০০ বিঘা জমি অধিগ্রহণ করা হবে। এতে করে প্রায় দুই হাজার সাধারণ কৃষক মানুষ ভূমিহীন ও কর্মহীন হয়ে পড়বে।
তারা জানান, এই বিলের তিন শতাধিক বর্গচাষি রয়েছেন। তারা একই জমিতে বোরো, আউশ, আমন আবাদ করেন। শিল্প স্থাপন করলে তাদের জীবন-জীবিকা থমকে যাবে। অধিগ্রহণের বাইরে থাকা আবাদি জমিসহ চারপাশের গ্রামে জলাবদ্ধতা সৃষ্টি হবে। এ ছাড়াও বিল হরিনায় মাছ ধরে জীবিকা নির্বাহ করেন মাছ ধরা জেলে সম্প্রদায় কর্মহীন হয়ে পড়বেন।
।মানববন্ধনে অংশ নেওয়া রামনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট আফজাল হোসেন বলেন, বিল হরিণার চার পাশে কৃষিও বসতি রয়েছে। এখানে শিল্প নগরী গড়ে উঠলে প্রাকৃতিক পরিবেশ নষ্ট হবে ও বায়ু দূষণ ঘটবে। এছাড়া দেখা দেবে জলাবদ্ধতা। কারণ যশোর শহরের বড় অংশের পানি নিষ্কাষিত হয় হরিণার বিল দিয়ে। যা ওই শিল্পনগরীর জন্য বাধাগ্রস্ত হবে। সার্বিক বিবেচনায় রামনগর ইউনিয়ন বিসিক ২ স্থাপন জনকল্যাণে আসবে না। এজন্য অন্যত্র এ শিল্প নগরী গড়ে তোলার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান তিনি। এসময় উপস্থিত ছিলেন জেলা জাসদ নেতা অ্যাডভোকেট আবুল কায়েস, প্রফেসর মুসাহাত আলী, স্থানীয় বাসিন্দা আব্দুল আজিজ, তোরাপ আলী, আসাদুজ্জামান, শফিয়ার রহমান, আবুল কালাম আজাদ, আব্দুল জলিল মোড়ল প্রমূখ।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply