জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অজিত কুমার মজুমদারকে পদচ্যুতসহ আইনের আওতায় আনার দাবিতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সম্মুখে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
০৩ জুলাই ২০২২ রবিবার সকাল ১১:০০ ঘটিকায় জাতীয় প্রেস ক্লাব সন্মুখ সড়কে বীর মুক্তিযোদ্ধাদের লুটতরাজকারী ও নারী নিপীড়নকারী বলে মন্তব্য করায় অনতিবিলম্বে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অজিত কুমার মজুমদারকে পদচ্যুতসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি সম্পন্ন করে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটি।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক সম্পাদকমণ্ডলীর সদস্য ও মহানগর ইউনিট কমান্ড এর সাবেক কমান্ডার জানাব শহিদুল ইসলাম শফি, সংগঠনের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য মাকসুদা সুলতানা ঐক্য, শহিদুল ইসলাম, সময় মুরাদ, অগ্রনী ব্যাংক প্রাতিষ্ঠানিক ইউনিট কমান্ডা এর সভাপতি আল-মামুন, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, সম্পাদকমণ্ডলীর সদস্য জুয়েল, সোনালী ব্যাংক প্রাতিষ্ঠানিক ইউনিট কমান্ডা এর সভাপতি আব্দুর রায়হান, খুলনা জেলা সন্তান কমান্ডের সভাপতি সরোয়ার হোসেন ও মুক্তিযুদ্ধ প্রজন্ম কেন্দ্রীয় সংসদের ভাইস-চেয়ারম্যান ওয়াহিদুর রহমান, মাহবুবুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেরানীগঞ্জ উপজেল কমান্ড এর সভাপতি ইকবাল, সাধারণ সম্পাদক সুমন, ডেমরা থানা সন্তান কমান্ড এর সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা সন্তান কমান্ড এর সাধারণ সম্পাদক শাহীন আহমেদসহ নেতৃবৃন্দ।
উক্ত মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত সকলে অজিত কুমার মজুমদারকে পদচ্যুতসহ আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জনাব মেহেদী হাসান বলেন আগামী ০৭ দিনের মধ্যে দাবির সাথে সংগতি রেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে ব্যার্থ হলে আগামীতে মাননীয় ভিসি মহোদয় বরাবর স্মারকলিপি প্রদানসহ বৃহত্তর কর্মসূচি গ্রহণ করা হবে।
বার্তা প্রেরকঃ মোঃ সেলিম রেজা, সাধারণ সম্পাদক, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, কেন্দ্রীয় কমিটি। যোগাযোগ- ০১৭১৬৬৭০৪০০
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply