আনোয়ার হোসেন, ভালুকা প্রতিনিধি ঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার নিশিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবকদের নিয়ে অভিভাষণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে স্কুল প্রাঙ্গণে অভিভাবকদের নিয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। নিশিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশিদা বেগমের সভাপতিত্বে সহকারী শিক্ষক মোঃ মোকাদ্দেছ উর রহমানের সঞালনায় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক রোখসানা ইয়াসমিন, সায়মা উম্মে সালমা, আলেয়া ফেরদৌসী, আফরোজ লিপি।
সমাবেশে শিক্ষকরা বক্তব্য কালে বলেন, বাড়ি হচ্ছে একটি শিশুর প্রথম স্কুল এবং মা-বাবা হচ্ছেন ঐ শিশুর প্রথম শিক্ষক। সকল মা-বাবা অন্তর থেকে সন্তানের ভালো চায় এবং সন্তানের উপর মা-বাবার প্রভাব অপরিসীম। তাই শিক্ষার মানোন্নয়নে মা-বাবা তথা অভিভাবকদের ভূমিকা অপরিসীম। শিক্ষাপ্রতিষ্ঠানের ভালো ফলাফলের জন্য এককভাবে শিক্ষক যথেষ্ট নয়। এখানে অভিভাবকের ভূমিকাও একটি মুখ্য বিষয়। অভিভাবক এবং শিক্ষক উভয়ের প্রচেষ্টা একটি বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে ভূমিকা রাখতে পারে।
আসুন আমরা সবাই আমাদের সন্তানের প্রতি যত্নশীল হই।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply