আনোয়ার হোসেন তরফদার, ভালুকা প্রতিনিধি ঃ ময়মনসিংহের ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন সংসদ সদস্য ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি কাজিম উদ্দিন আহম্মেদ ধনু।
স্থানীয় সংসদ সদস্য তার বক্তব্যে বলেন শিক্ষার্থীদের মোবাইল আসক্তি দুর করতে অভিভাবকদের কঠোর হওয়ার পরামর্শ দিয়েছেন বক্তারা পাশাপাশি প্রজন্মকে অবক্ষয় থেকে রক্ষা করতে সন্ধার পর যত্রতত্র আড্ডাবাজি ও অহেতুক ঘুরাফেরা রোধকল্পে সন্তানের গতিবিধি কঠোরভাবে অনুসরণের জন্য অভিভাবকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
সন্তানকে সুশিক্ষা দিয়ে মানুষ করা একজন পিতা-মাতার জন্য সবচেয়ে বড় বিনিয়োগ। অন্যথায় যে যাই করি না কেন সব অর্জন নিমিষেই চলে যাবে যদি ছেলে মেয়ে বিপথে চলে যায়।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রফিকুল ইসলাম রফিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা রশিদ,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম,প্রধান শিক্ষক আল-আমীন মোঃ মোস্তাফিজুর রহমান, ম্যানেজিং কমিটির কো-অপ্ট সদস্য ও উপজেলা যুবলীগ সভাপতি আনিসুর রহমান খান রিপন,ভালুকা সরকারী কলেজের সহকারী অধ্যাপক আফতাব উদ্দিন,ম্যানেজিং কমিটির সদস্য মাহবুবুল আলম আকন্দ লিটন।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply