সিদ্ধিরগঞ্জে নাসিক কাউন্সিলর আনোয়ার ইসলামের কার্যালয়ে হামলা ও তার লোকজনকে মারধরের মামলায় জামিনে এসে মিজমিজি ও পাইনাদী এলাকায় হোন্ডা মহড়া দিয়ে আতঙ্ক ছড়াচ্ছে মাদক ব্যাবসায়ী ও কিশোরগ্যাং বাহিনী টাইগার ফারুক ও তার সহযোগীরা। এর ফলে জনসাধারণের মনে আতঙ্ক বিরাজ করছে।
গত ২৪ আগস্ট সন্ধায় টাইগার ফারুক ও তানজিম কবির সজিব ওরফে সজুর নেতৃত্বে শতাধিক সংখ্যার একটি বাহিনী নাসিক ১নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার ইসলামের কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও কাউন্সিলরের লোকজনকে মারধর করা হয়। এতে কাউন্সিলর আনোয়ার ইসলামসহ ৫ জন আহত হয়। পরে এলাকায় মহরা দেয় ঐ বাহিনী। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় বৃহস্পতিবার (২৫ আগস্ট) রাতে কাউন্সিলর কার্যালয়ের অফিস সহকারী আবিদ হাসান রাকিব বাদী হয়ে টাইগার ফারুক (৪২), তানজিম কবির সজু (৩৮), মোঃ আরাফাত রহমান বাবু (২৯), মিলন হোসেন (৩০), মোঃ সোহেল (৩২), মোঃ শরীফ (২৯), মোঃ স্বপন ওরফে কসাই স্বপন (৩২), মোঃ সিফাত হোসেন (২৪) ও মোঃ জসিম হোসেনের (৩৮) নাম উল্লেখসহ ২৫ জনকে অজ্ঞাত আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা (যার নং-৪৫) দায়ের করেন।
মামলার প্রেক্ষিতে মোঃ স্বপন ওরফে কসাই স্বপন (৩২) সহ দুই জনকে গ্রেফতার করে পুলিশ। বাকি আসামিরা পুলিশের গ্রেফতার এড়াতে গা ঢাকা দেয়। তবে গত শনিবার (২৭ আগস্ট) নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের জনসমাবেশে টাইগার ফারুক ও তার ভাই জসিমকে সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা আমিনুল হক ভুঁইয়া রাজুর নেতৃত্বে একটি মিছিলে দেখা যায়।
১নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার ইসলাম জানান, অভিযুক্তদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করা হলে পুলিশ দুজনকে গ্রেফতার করে। কিন্তু বাকি আসামীদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। তারা কিছুদিন পলাতক ছিলেন। নারায়ণগঞ্জের আদালতে জামিন না পেয়ে আসামিরা ঢাকার উচ্চ আদালত থেকে জামিন নিয়ে আসে। তারা জামিন নিয়ে এসে এলাকায় মহড়া দিচ্ছে এবং জনসাধারণের মনে আতঙ্ক ছড়াচ্ছে।
এদিকে এলাকাবাসী জানায়, নাসিক ১নং ওয়ার্ডের বিভিন্ন এলাকার নানা বয়সের তরুণ ও যুবকদের নিয়ে একটি বাহিনী গড়ে তুলেছে টাইগার ফারুক। এই বাহিনীর সকলেই মাদক সেবন, মাদক সরবরাহ, জমি দখল, ছিনতাইসহ নানা অপরাধে জড়িত। তারা প্রায়ই বিভিন্ন এলাকায় নানা ঘটনাকে কেন্দ্র করে মারামারি, ভাঙচুর করে জনসাধারণের ক্ষতিসাধন করে থাকে। তাদের দমনে প্রশাসনের কঠোর পদক্ষেপ নেওয়া জরুরী।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply