নিজস্ব প্রতিনিধিঃ আনোয়ার হোসেন। ভারতে পাচারের শিকার ছয় বাংলাদেশিকে তিন বছর পর ট্রাভেল পারমিটে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ পাচার হওয়া বাংলাদেশিদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে তুলে দেয়।
এদিকে ফেরৎ আসা নারীদের আইনি সহায়তা দেবে জাস্টিস অ্যান্ড কেয়ার এনজিও সংস্থা।
ফেরৎ আসা বাংলাদেশিরা হলেন- বাগেরহাটের শাহাজান বেপারীর ছেলে বেলাল বেপারী, ইউনুচ আলী খানের ছেলে সাইদুখ খান, বেলাল বেপারীর মেয়ে জান্নাতুল খাতুন, শহিদুল খানের ছেলে রমজান ও নারায়ণগঞ্জের মহিদুল ইসলামের মেয়ে মুক্তা বেগম।
যশোর জাস্টিজ অ্যান্ড কেয়ারের সিনিয়র প্রোগ্রাম অফিসার মুহিত হোসেন জানান, ভালো কাজের লোভ দেখিয়ে দেশের বিভিন্ন সীমান্ত পথে দালালের মাধ্যমে তারা ভারতে যায়। এ সময় অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে জেলে পাঠায়। পরে আইনি সহায়তা দিয়ে ভারতীয় রেসকিউ ফাউন্ডেশন নামে একটি মানবাধিকার সংস্থা তাদের আদালত থেকে ছাড়িয়ে হেফাজতে নেয়। দীর্ঘ তিন বছর পর দুই দেশের সরকারের সহযোগিতায় ট্রাভেল পারমিটে তারা দেশে ফেরার সুযোগ পান। ফেরৎ আসা বাংলাদেশিরা যাতে পাচারকারীদের শনাক্ত করতে পারে সে জন্য আইনি সহায়তা দেয়া হবে জানায় এনজিও সংস্থার এ কর্মকর্তা।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply