আনোয়ার হোসেন নিজস্ব প্রতিনিধি যশোরঃ যশোরের শার্শা উপজেলার গর্ভধারিণী মাকে খুঁজ পেতে দেওয়ালে মায়ের সন্ধান চেয়ে পোস্টার লাগাচ্ছেন দৌলতপুর গ্রামের আব্দুর সাত্তার। তিনি ওই গ্রামের মৃত মান্দার গাজীর ছেলে। পেশায় তিনি একজন বেনাপোল স্হল বন্দর শ্রমিক। শনিবার (২৪ সেপ্টেম্বর) সকালে যশোর শহরের হাসপাতাল মোড়ে দেওয়ালে দেওয়ালে পোস্টার লাগাতে দেখা যায় আব্দুর সাত্তারকে।
হারিয়ে গেছেন জনম দুখিনী মা। তাই মায়ের ছবি সাথে নিয়ে তাঁকে খুঁজে ফিরছেন মায়ের ছোট সন্তান আব্দুস সাত্তার। সন্ধান চেয়ে পোস্টার লাগাচ্ছেন যশোর শহরের হাসপাতাল মোড়ের দেওয়ালে দেওয়ালে
মাকে ফিরে পেতে প্রশাসনসহ সমাজের সর্বস্তরের মানুষের কাছে সহযোগিতা কামনা করছি। আমেনা খাতুনের কেউ সন্ধান পেলে ছোট ছেলে আব্দুস সাত্তারের ০১৩০৭২০৭৬৩৭ এই নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানান তিনি।
আব্দুর সাত্তার জানান, গত ২০ সেপ্টেম্বর সকালে তার গর্ভধারিণী মা আমেনা খাতুন (৭৫) কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যান। এরপর থেকেই নিখোঁজ তার মা। আব্দুর সাত্তারের বৃদ্ধ মা মানসিকভাবেও অসুস্থ ছিলেন। আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজাখুঁজি করে মায়ের কোনো সন্ধান না পেয়ে অবশেষে মাকে খুঁজতে নিজেই পথে নেমেছেন তিনি। অসহায় দরিদ্র পরিবারের একমাত্র উপার্জনকারী হওয়া সত্ত্বেও কাজকর্ম ফেলে সাত বছরের ছেলেকে সঙ্গে নিয়ে পথে পথে পোস্টার লাগিয়ে বেড়াচ্ছেন আব্দুর সাত্তার। মাকে খুঁজে পেতে প্রশাসনসহ সর্বসাধারণের সহোযোগিতা চেয়েছেন তিনি।
আব্দুর সাত্তার বলেন, আমরা পাঁচ ভাই-বোন। গত ২০ তারিখে মা হারিয়ে যাবার পর, বাকি ভাই-বোনেরা দু-একদিন খোঁজাখুঁজি করে আর খোঁজ করেননি। আমি কাজকর্ম ফেলে মায়ের ছবিসহ পোস্টার ছাপিয়ে লাগিয়ে বেড়াচ্ছি। আমি আমার ছেলেকে সঙ্গে নিয়ে পুরো জেলা ঘুরে ঘুরে পোস্টার লাগাবো।
তিনি আরও বলেন, আমার মা হারিয়ে যাবার পর একটি নিখোঁজ ডায়েরি করেছি। আমি যতদিন বেঁচে থাকবো আমি আমার মাকে খুঁজতে সর্বোচ্চ দিয়ে চেষ্টা চালিয়ে যাব। আমি আমার মাকে খুঁজে পেতে চাই।
বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভুঁইয়া জানান, এ বিষয়ে একটি নিখোঁজ ডায়েরি হয়েছে। পুলিশ কাজ করছে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply