আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিনিধিঃ যশোরে ব্যাটারিচালিত রিকশা ভ্যান ও ইজিবাইক চলাচলের উপর পৌরসভা ও ট্রাফিক পুলিশের হয়রানি বন্ধের দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। গতকাল রোববার রিকশা-ভ্যান ইজিবাইক শ্রমিক ইউনিয়ন জেলা কমিটির নেতৃবৃন্দ স্মারকলিপি দিয়েছেন।
সংগঠনের জেলা আহ্বায়ক আব্দুল জলিল স্বাক্ষরিত স্মারকলিপিতে বলা হয়েছে, যশোর শহরে রিকশা ভ্যান ও ইজিবাইক চলাচলে প্রশাসন বাধা দিচ্ছে। যশোর পৌরসভা ও ট্রাফিক পুলিশ রিকশা-ভ্যান ও ইজিবাইক জব্দ এবং চালকদের হয়রানি ও জরিমানা করছে। এতে করে হাজার হাজার রিকশা-ভ্যান ও ইজিবাইক চালকদের জীবনজীবিকা অনিশ্চিত হয়ে পড়েছে।
এর আগে শহরের দড়াটানার ভৈরব চত্ত্বরে সমাবেশ করেন চালকরা। এরপর তারা মিছিল সহকারে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে বলা হয় অবিলম্বে রিকসা-ভ্যান, ইজিবাইক আটক ও হয়রানি বন্ধ এবং চলাচলের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। এছাড়া বুয়েট প্রস্তাবিত মডেলে ব্যাটারিচালিত রিকশা ভ্যান আধুনিকায়ন করে লাইসেন্স প্রদান, রিকশা-ভ্যান ও ইজিবাইক শ্রমিকসহ নিম্ন আয়ের মানুষের জন্য রেশনিং ও বাসস্থানের ব্যবস্থা করতে হবে। এছাড়া প্রকৃত চালকদের লাইন্সেস এবং রিকশা ও ইজিবাইকের স্ট্যান্ড চালু এবং জীবিকা সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানানো হয়।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply