নিজস্ব প্রতিনিধিঃ আনোয়ার হোসেন যশোর থেকে। যশোরের বেনাপোল পুটখালি সীমান্ত থেকে পৃথক তিনটি অভিযানে ৪ কেজি ৯৩৩ গ্রাম ওজনের ২৯টি সোনার বারসহ ৩ পাচারকারীকে আটক করেছে বিজিবি। জব্দ করা সোনার বারের বাজার মূল্য প্রায় সাড়ে ৩ কোটি টাকা।
গতকাল মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুর থেকে রাত ৯টা পর্যন্ত অভিযান চালিয়ে সোনার বারগুলো উদ্ধার করা হয় এবং পাচারকারীদের আটক করা হয়েছে।
যশোরের বেনাপোল সীমান্ত এলাকা থেকে প্রাইভেটকার সহ ১ পিচ বড় আকারের স্বর্ণের বারসহ (১ কেজি ৬০ গ্রাম ওজনের) পাচারের সময় দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
গতকাল মঙ্গলবার ( ২৭ সেপ্টেম্বর) রাতে বেনাপোল পুটখালী সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, বেনাপোল পোর্ট থানার পৌরসভা এলাকার ছোট আঁচড়া গ্রামের ইসমাইল সর্দারের ছেলে আঁশা (২৮) ও নামাজ গ্রামের মৃতঃ কালাম হোসেনের ছেলে সোহানুর রহমান বিশাল (২৭)।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান জানায়, বেনাপোলের পুটখালী সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণের চালান পাচার হবে, এমন গোপন খবরে সীমান্তের পুটখালী গ্রামের মসজিদ বাড়ি বিজিবি পোস্ট এলাকা থেকে সন্দেহ জনক একটি প্রাইভেটকারের গতি রোধ করে আটক করা হয়। পরে, প্রাইভেটকার টি তল্লাশি করে পেছনের ছিটের পাশে লুকিয়ে রাখা (১ কেজি ৬০ গ্রাম ওজনের) ১ পিচ বড় আকারের স্বর্ণের বার উদ্ধার সহ তাদের আটক করা হয়।
উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৭৪ লাখ ৪৪ হাজার টাকা।
উল্লেখ্য, একই দিন সকালে ২১ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা রুদ্রপুর সীমান্ত থেকে ইউরিয়া সারের মধ্যে করে পাচারের সময় আরও ১০ পিচেে (১ কেজি ২৩৩ গ্রাম ওজনের) স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক করেন।
অপরদিকে ৪৯ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল সৈয়দ মিনহাজ ছিদ্দিকী জানান, বেনাপোল সীমান্তের খড়িডাঙ্গা সড়ক থেকে পাচারকারীদের ধাওয়া করে পরিত্যক্ত অবস্থায় ২ কেজি ১০০ গ্রাম ওজনের ১৮টি সোনার বার উদ্ধার হয়।
বিজিবির উদ্ধার করা সোনার তিনটি চালানের আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে ৩ কোটি টাকা। আটক পাচারকারীদের বিরুদ্ধে স্বর্ণ পাচার আইনে ৩টি মামলা দিয়ে শার্শা ও বেনাপোল পোট থানা পুলিশে সোপর্দ করা হয়েছে বলে জানায় বিজিবি।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply