January 10, 2025, 11:56 pm

তথ্য ও সংবাদ শিরোনামঃ
হৃদয়ে পতাকা ২ মার্চ এর কেন্দ্রীয় কমিটি অনুমোদন দিলেন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলনকারী আ স ম আবদুর রব ছাএলীগ, ছাত্রদলের সংঘর্ষে মুন্সিগঞ্জে আহত ১০ ৪৯ বিজিবি’র অভিযানে ভারতীয় পণ্যসহ ও মাদকদ্রব্য আটক। রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে মাঠে কাজ করছে মুক্তিযুদ্ধ প্রজন্ম দল মুন্সিগঞ্জে কারাতে শিক্ষার্থীদের মাঝে ব্লাক বেল্ট ও সনদপত্র প্রদান  প্রবাসী রেমিটেন্স যোদ্ধা সোনিয়া আক্তারে সহায় সম্পতি আত্মসাতের অভিযোগে সাংবাদিক সম্মেলন রাস্তার উপরে থাকা বৈদ্যুতিক খুটি যেন মরন ফাদ ! টঙ্গীবাড়িতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত মরহুম ছায়েদ উল্লাহ ভূঁইয়া’র মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ-দোয়া অনুষ্ঠিত বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী শাহজাহান ও তার গুন্ডা বাহিনীর গ্রেফতার চায় গোদনাইলবাসী চ্যানেল আইয়ের রূপান্তার অনুষ্ঠানে বশির আহমেদ এর পরিবারের চার শিল্পী জাতীয় বীর আ স ম আবদুর রবের ৮০তম জন্মদিনে হৃদয়ে পতাকা ২ মার্চ এর অভিনন্দন প্রধান শিক্ষককে মারধরের প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের মানব বন্ধন ভালুকায় হিন্দু পরিবারের জমি জোরপূর্বক দখলের অভিযোগ নতুন বছরের অঙ্গীকার জাতীয় ঐক্য, রাষ্ট্রের সংস্কার ও নির্বাচন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত ভালুকায় ছাত্রদলের প্রতিষ্ঠাবর্ষিকী পালিত রাঙ্গামাটি জেলার নানিয়ারচরে ইউপিডিএফ (মূল) এর গোপন আস্তানার সন্ধান: সেনাবাহিনীর বিশেষ অভিযানে নিহত এক। বিদেশি পিস্তল ও ছয় রাউন্ড গুলিসহ দুই অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে বাড্ডা থানা পুলিশ। ভারত সরকার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ফ্রী মুভমেন্ট করার অনুমতি দিয়েছে। বিজিবি’র অভিযানে পণ্যসামগ্রী ও মাদক জব্দ- আটক ১। কবি আবদুল হাই শিকদারের ৬৯ তম জন্মদিন ১ জানুয়ারি আরজেএফ’র উদ্যোগে মহান বিজয় দিবসের আলোচনা সভা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কবি ও কবিতা শক্তি ও প্রেরণার উৎস…… লায়ন মোঃ গনি মিয়া বাবুল রাস্তা আটকিয়ে প্রাইভেট কার ছিনতাই, চক্রের দুই সদস্য আটক বাংলাদেশ মিয়ানমার সীমান্তে ২৭১ কিলোমিটার পুরোটাই ‘আরাকান আর্মির’ নিয়ন্ত্রণে। -স্বরাষ্ট্র উপদেষ্টা সেভ দ্য রোড-এর প্রতিবেদন ২০২৪ সালে সড়কে ঝরেছে ৬ হাজার ৪৪৪ প্রাণ মুন্সিগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী বিপ্লব সম্পাদক সাখাওয়াত হোসেন মানিক বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ সচিবালয়ে সংঘটিত অগ্নিকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বিবৃতি। তারেক রহমানের ৩১দফাকে গ্রামগঞ্জে ছড়িয়ে দিতে হবে – রোকন

আজ দেশের প্রথম ছয় লেন কালনা সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ দেশের প্রথম ছয় লেন কালনা সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিনিধিঃ আনোয়ার হোসেন। আজ দেশের প্রথম ছয় লেনের কালনা সেতুর উদ্বোধন হচ্ছে । এরমধ্যে দিয়ে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলবাসীর প্রত্যাশার অবসান ঘটবে ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে মধুমতি সেতু নামে পরিচিত ৬৯০ মিটার দীর্ঘ সেতুটি উদ্বোধন করবেন।

ইতোমধ্যে যানবাহন চলাচলের জন্য সেতু সম্পূর্ণরূপে প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন কালনা সেতু প্রকল্প ব্যবস্থাপক আশরাফুজ্জামান।

তিনি বলেন, ‘সেতুর মূল কাজ শেষ হয়েছে। সেতুতে লাইটিংয়ের কাজও শেষ হয়েছে। অপেক্ষার দিন শেষ।’

সেতুটির জন্য অধির অপেক্ষায় আছেন সেতু কর্তৃপক্ষ সহ গোপালগঞ্জ, ফরিদপুর, নড়াইল, যশোর, বেনাপোল, সাতক্ষীরা সহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অসংখ্য মানুষ এবং যাত্রীবাহী বাস সহ অন্যান্য যানবাহন সংশ্লিষ্টগন।

সড়ক ও জনপথ অধিদপ্তরের ক্রস বর্ডার রোড নেটওয়ার্ক ইম্প্রুভমেন্ট প্রজেক্টের আওতায় জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) অর্থায়নে কালনা সেতু নির্মিত হয়েছে।

২০১৫ সালের ২৪ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কালনা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।কালনা সেতুর টোল হার নির্ধারণ করা হয়েছে। বড় ট্রেইলার ৫৬৫ টাকা, তিন বা ততোধিক এক্সসেলবিশিষ্ট ট্রাক ৪৫০ টাকা, দুই এক্সসেল বিশিষ্ট মিডিয়াম ট্রাক ২২৫ টাকা, ছোট ট্রাক ১৭০টাকা, কৃষি কাজে ব্যবহৃত পাওয়ার টিলার ও ট্রাক্টর ১৩৫ টাকা, বড় বাস ২০৫ টাকা, মিনিবাস বা কোস্টার ১১৫ টাকা, মাইক্রোবাস, পিকাপ, কনভারশন জিপ ও রে-কার ৯০ টাকা, প্রাইভেট কার ৫৫ টাকা, অটোটেম্পু, সিএনজি অটোরিক্সা, অটোভ্যান ও ব্যাটারিচালিত তিনচাকার যান ২৫ টাকা, মোটরসাইকেল ১০ টাকা এবং রিক্সা, ভ্যান ও বাইসাইকেল পাঁচ টাকা হারে টোল দিতে হবে।

কালনাঘাট থেকে ঢাকার দুরত্ব মাত্র ১০৮ কিলোমিটার। ফলে ঢাকার সাথে নড়াইল, বেনাপোল, যশোর, খুলনাসহ আশেপাশের সড়ক যোগাযোগ কোথাও ১০০ কিলোমিটার, কোথাও আবার ২০০ কিলোমিটার কমে যাবে।

উদ্বোধনের পর প্রথমে ম্যানুয়্যাল পদ্ধতিতে টোল আদায় করা হবে। পরবর্তীতে ডিজিটাল পদ্ধতিতে টোল আদায় হবে।

সেতু কর্তৃপক্ষসহ স্থানীয়রা জানান, এপারে নড়াইলের কালনাঘাট। ওপারে গোপালগঞ্জের শংকরপাশা। মাঝ দিয়ে প্রবাহিত মধুমতি নদী। এ নদীর ওপরই নির্মিত হয়েছে দেশের প্রথম ছয় লেনের কালনা সেতু।

কালনা সেতু প্রকল্প ব্যবস্থাপক এবং সড়ক ও জনপথ অধিদফতর (সওজ) নড়াইলের নির্বাহী প্রকৌশলী আশরাফুজ্জামান বলেন, ‘কালনা দেশের প্রথম ছয় লেনের সেতু। নেলসন লোস আর্চ ধরনের (ধনুকের মতো বাঁকা) সেতু এটি। সেতুটির দৈর্ঘ্য ৬৯০ মিটার এবং প্রস্থ ২৭ দশমিক ১ মিটার। উভয় পাশে ছয় লেনের সংযোগ সড়ক প্রায় সাড়ে চার কিলোমিটার। সেতু নির্মাণে মোট ব্যয় প্রায় ৯৬০ কোটি টাকা।

এশিয়ান হাইওয়ের ওপর অবস্থিত এটি। সড়ক যোগাযোগের ক্ষেত্রে সিলেটের তামাবিল হয়ে ঢাকা, ভাঙ্গা, নড়াইল, যশোর, বেনাপোল, কোলকাতা পর্যন্ত সরাসরি যোগাযোগে ভূমিকা রাখবে। তবে এতোদিন কালনা পয়েন্টে মধুমতি নদী ধারা বিছিন্ন ছিল। সেতু নির্মাণের ফলে সেই বিছিন্নতা আর রইল না।’

তিনি বলেন, ‘কালনা সেতু চালু হলে শুধু জাতীয় ক্ষেত্রেই নয়, আন্তর্জাতিক ক্ষেত্রে ভূমিকা রাখবে। ভারত, কোলকাতা, আসামসহ দেশের মধ্যে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর, বেনাপোল স্থলবন্দর এবং নোয়াপাড়া নদীবন্দরের মধ্যে যোগাযোগের মাইলফলক রচিত হবে। নড়াইলের লোহাগড়ায় ইপিজেড (রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল) চালুসহ ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ ও ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে।’

যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের খুলনা বিভাগীয় আঞ্চলিক কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক সেলিম রেজা মিঠু বলেন, কালনা সেতু চালু হলে যশোর, বেনাপোল, সাতক্ষীরা, মেহেরপুর, মাগুরাসহ পাশের জেলাগুলোর সড়ক যোগাযোগ ব্যবস্থা বদলে যাবে। খুব সহজেই রাজধানী ঢাকার সঙ্গে যাতায়াত করা যাবে। আমরা কালনা সেতু উদ্বোধনের  অধির অপেক্ষায় আছি।

এদিকে কালনা সেতু চালু না হওয়ায় এতদিন নড়াইল, যশোর, বেনাপোল, নোয়াপাড়া শিল্পনগর, সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরসহ আশে পাশের কয়েকটি জেলার লোকজন পদ্মা সেতুর সরাসরি সুফল পাছিল না। যাহার কারণ, কালনাঘাটে এসে ফেরি পারাপারের বিড়ম্বনায় পড়তে হতো সবধরনের যান জটে । তাই এ অঞ্চলের সবাই তাকিয়ে আছেন কালনা সেতু উদ্বোধনের অধির অপেক্ষায় আছেন।

আমাদের প্রকাশিত তথ্য ও সংবাদ আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)

Design by Raytahost.com