মোঃ শাহিন আলম পটুয়াখালী জেলা প্রতিনিধি। পটুয়াখালীতে কঠোর নিরাপত্তার মধ্যে শান্তিপুর্ণ পরিবেশে ভোট গ্রহণে ১১২ ভোটের ব্যবধানে আওয়ামী লীগের প্রার্থী মো. খলিলুর রহমান মিয়াকে পরাজিত করে স্বতন্ত্র প্রার্থী সাবেক যুবলীগ নেতা এ্যাডভোকেট মো. হাফিজুর রহমান হাফিজ জয়লাভ করেছেন।
বিজিত স্বতন্ত্র প্রার্থী এড. মো. হাফিজুর রহমান হাফিজ (ঘোড়া) ভোট পেয়েছেন ৫৮৩ এবং আওয়ামী লীগের প্রার্থী মো. খলিলুর রহমান (আনারস) পেয়েছন ৪৭১ ভোট।
এ নির্বাচনে সংরক্ষিত ওয়ার্ড (সদর-মির্জাগঞ্জ-দুমকি) মহিলা সদস্য পদে ২২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নুরুন নাহার শেলী (হরিন)। তার নিকটতম প্রতিদ্বন্দী নাসিমা আক্তার (ফুটবল) পেয়েছেন ১১১ ভোট। ২নং সংরক্ষিত ওয়ার্ডে (বাউফল-দশমিনা) আসনে ১৪৬ ভোটে নির্বাচিত হয়েছেন কামরুন নাহার (দোয়াত কলম)। তার নিকট প্রতিদ্বন্দী পশারী রানী (হরিণ) পেয়েছেন ১২০ ভোট। ৩নং সংরক্ষিত ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দীতায় মহিলা সদস্য হয়েছেন মোসা. বিলকিস জাহান।
১নং সাধারণ ওয়ার্ডে ১১৪ ভোটে নির্বাচিত হয়েছেন মো. জামাল হোসেন (টিউবওয়েল), তার নিকটতম প্রতিদ্বন্দী চিন্ময় বণিক (হাতি) পেয়েছেন ৫৫ ভোট। ২নং সাধারণ ওয়ার্ডে ৪০ ভোটে পেয়ে সদস্য হয়েছেন মো. জাকারিয়া কাওসার (টিউবওয়েল), তার প্রতিদ্বন্দী মো. আবুল বাসার (হাতি) পেয়েছেন ২৩ ভোট।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply